খােলা বাজার২৪।। শনিবার, ১৫ জুলাই, ২০১৭: জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া গ্রামের নজরুল ইসলাম মৃধার ২২ মাসের শিশু কন্যা ইশরাত জাহান শনিবার দুপুরে পানিতে ডুবে মারা গেছে।
জানা গেছে, পরিবারের সবার অজান্তে খেলার ছলে ইশরাত জাহান বাড়ির পুকুরে পরে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুজির পর বাড়ির লোকজনে পুকুর থেকে তাকে উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দেওয়ান আব্দুস সালাম শিশু কন্যা ইশরাত জাহানকে মৃতবলে ঘোষণা করেন।