Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ১৬ জুলাই, ২০১৭:  খােলা বাজার২৪।। রবিবার, ১৬ জুলাই, ২০১৭: সাভারের আশুলিয়া নয়ারহাট চোরাবালি এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে একটি বাড়ি ঘিরে রেখেছে র‌্যাব-৪। বাসার ভেতর থেকে র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়া ও বোমা নিক্ষেপ করা হয়।

ভোররাত ৩টায় চৌরাবালি এলাকার টিনশেডের ঐ বাড়িটি ঘিরে ফেলে র‌্যাব-৪ এর সদস্যরা। জিজ্ঞাসাবাদের জন্য বাড়ির মালিক ইব্রাহিমকে হেফাজতে নেয়া হয়েছে।

জঙ্গি আস্তানা সন্দেহে বাড়িটি ঘিরে রাখা হয়েছে বলে একটি অনলাইন পোর্টালকে নিশ্চিত করেন র‌্যাব-৪ এর কমান্ডিং অফিসার লুৎফুল কবির। বাড়িটির আশপাশের ভবনের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। ে

ওই জঙ্গি বাড়ির আধা কিলোমিটার এলাকায় জুরে গণমাধ্যম কর্মী ও সর্বসাধারণদের চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেখানে শুধু মাত্র অভিযানে অংশগ্রহণকারী র‌্যাব সদস্যরা উপস্থিত রয়েছেন।

পোশাক শ্রমিক পরিচয়ে দু’মাস আগে আজাদ নামে এক ব্যক্তি বাড়িটি ভাড়া নেয় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। সন্দেহভাজন জঙ্গিদের আত্মসমর্পণের জন্য মাইকে আহবান জানাচ্ছে র‍্যাব।

ধারণা করা হচ্ছে, একতলা বাড়ির ভেতরে একাধিক জঙ্গি অবস্থান করছে। ওই বাড়ির সামনে কয়েকটি দোকানও রয়েছে।

র‌্যাব-৪ এর সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্দেহভাজন জঙ্গিরা ৩টার দিকে ভিতর থেকে কয়েক রাউন্ড গুলি ছুঁড়েছে। তবে এখন পর্যন্ত কেউ হতাহতের শিকার হয়নি।