খােলা বাজার২৪।। রবিবার, ১৬ জুলাই, ২০১৭: সামনে ছিল উন্মুক্ত যুগে সবচেয়ে বেশি বয়সী মহিলা খেলোয়াড় হিসেবে গ্র্যান্ড স্ল্যাম জয়ের হাতছানি; কিন্তু পারলেন না ভেনাস উইলিয়ামস। তাকে সরাসরি সেটে হারিয়ে প্রথমবারের মতো উইম্বলডনে চ্যাম্পিয়ন হয়েছেন গার্বিনে মুগুরুসা।
শনিবার সেন্টার কোর্টে ফাইনালের প্রথম সেটে লড়াইটা হয় দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। কিন্তু দ্বিতীয় সেটে দাঁড়াতেই পারেননি ৩৭ বছর বয়সী ভেনাস। ৭-৫, ৬-০ গেমে জয় তুলে নেন মুগুরুসা।
২৩ বছর বয়সী মুগুরুসার এটা দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম শিরোপা। ২০১৬ সালের ইউএস ওপেনে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি।
শিরোপা জয়ের পর উচ্ছ্বসিত মুগুরুসা বলেন, “ভেনাসের বিপক্ষে আজ সবচেয়ে কঠিন ম্যাচটি খেলেছি আমি। সে অবিশ্বাস্য এক খেলোয়াড়। তার খেলা দেখে আমি বড় হয়েছি- দুঃখিত।”
“অবশ্যই আমি নার্ভাস কারণ সবসময় আমি এটা জয়ের স্বপ্ন দেখেছি।”
এর আগে ২০১৫ উইম্বলডনের ফাইনালে উঠেছিলেন মুগুরুসা; কিন্তু সেবার ভেনাসের ছোটো বোন সেরেনা উইলিয়ামসের কাছে হেরে যান তিনি।
গ্র্যান্ড স্ল্যামে সাতবারের চ্যাম্পিয়ন ভেনাস সবশেষ শিরোপাটি জিতেছিলেন এখানেই, ২০০৮ সালে। সুযোগ ছিল গ্র্যান্ড স্ল্যামে নয় বছরের শিরোপা খরা কাটানোর। কিন্তু লক্ষ্যপূরণের খুব কাছে গিয়েও হতাশা নিয়ে ফিরতে হচ্ছে পাঁচবারের উইম্বলডন চ্যাম্পিয়নকে।