খােলা বাজার২৪।। রবিবার, ১৬ জুলাই, ২০১৭: শ্রীলঙ্কা আমাদের একটি অন্যতম প্রতিবেশি রাষ্ট্র। দক্ষিনে যে সার্কভুক্ত দেশ গুলো আছে তার মধ্যে অন্যতম দেশ শ্রীলঙ্কা। সার্কের যে বিভিন্ন ধরণের মত ভিন্নতা সবদেশের মধ্যে আছে এবং সেই গুলোর কারণে অনেক সময় তাদের পাশের দেশের সাথে কিছুটা দুরত্ব তৈরি হয়। কিন্তু আমাদের দেশে অনেক কাজে বা খেলার মাঠে আমরা শ্রীলঙ্কাকে সার্কভুক্ত দেশ হিসেবে সব সময় পাশে পেয়েছি। শ্রীলঙ্কার প্রতি বাংলাদেশের একটি উজ্জ্বল ভাবমূর্তি আছে।
শুক্রবার রাতে চ্যানেল আই এর আজকের সংবাদপত্র অনুষ্ঠানে এমন মন্তব্য করেন প্রধান তথ্য কমিশনার অধ্যাপক ড. এম গোলাম রহমান।
ড. এম গোলাম আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজ কার্যালয়ে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক শেষে ঢাকা ও কলম্বোর মধ্যে একটি চুক্তি ও ১৩ টি সমঝোতা ও চুক্তি স্মাক্ষরিত হয়। তার মধ্যে অন্যতম হলো মুক্ত বাণিজ্য চুক্তি উভয় দেশ আলোচনা ও পর্যবেক্ষণ সম্পন্ন করার জন্য সিদ্ধান্ত নিয়েছে। এটি হবে কোনও দেশের সঙ্গে বাংলাদেশের প্রথম এফটিএ চুক্তি।দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে অর্থনীতি, কৃষি, জাহাজ শিল্প, উচ্চ শিক্ষা, তথ্য, প্রযুক্তি এবং মিডিয়া বিষয়ে একটি চুক্তি ও ১৩টি সমঝোতা স্মারক স্বাক্ষর আমাদের জন্য অনেক বড় ভূমিকা রাখবে।
তিনি আরো বলেন, শ্রীলঙ্কার প্রেসিডেন্ট ও তার সফরসঙ্গীদের স্বাগত জানিয়েছে রাষ্ট্রপতি হামিদ। পরে দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলের নেত্রী খালেদা জিয়ার সাথে দেখা করেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট। বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে দীর্ঘ ও ঐতিহাসিক সম্পর্ক রয়েছে। বাংলাদেশ ও শ্রীলঙ্কা দক্ষিণ এশিয়া অঞ্চলের মানুষের আর্থ-সামাজিক উন্নয়ন ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে ঐতিহ্যবাহী ঘনিষ্ঠ সম্পর্ক জোরদার করবে বলে দাবী করেন আমাদের রাষ্ট্রপতি হামিদ।