খােলা বাজার২৪।। রবিবার, ১৬ জুলাই, ২০১৭: গণজাগরণ মঞ্চের অন্যতম মুখপাত্র ড. ইমরান এইচ সরকারের উপর জয় বাংলা স্লোগান দিয়ে হামলা করেছে একদল যুবক। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্পর্কে করা কটুক্তি মামলায় জামিন নিয়ে দুপুর ১২টার দিকে আদালত থেকে বের হবার পর ঢাকা সিএমএম আদালতের গেটে তার উপর হামলা হয়।
মিছিল থেকে ইমরানকে লক্ষ্য করে ডিম ও জুতাও নিক্ষেপ করা হয়। ছাত্রলীগের নেতাকর্মীদের ছোড়া কয়েকটি ডিম ইমরানের শরীরে ও গাড়িতে এসে পড়ে।
মিছিল থেকে ইমরানের বিরুদ্ধে নানা স্লোগান দেয়া হয়। গণজাগরণ মঞ্চের মুখপাত্র যতক্ষণ পর্যন্ত প্রকাশ্যে ক্ষমা না চাইবেন আন্দোলন ততক্ষণ চলবে বলেও জানান মিছিলে অংশ নেয়া একজন।
এসময় পুলিশ তাকে উদ্ধার করে আদালতের একটি কক্ষে নিয়ে যায়। হামলার পর ইমরান সরকার বলেন, এ হামলা একটি নগ্ন হামলা। এটি আদালত অবমাননার শামিল।