খােলা বাজার২৪।। রবিবার, ১৬ জুলাই, ২০১৭: বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সভাপতি কমরেড মুজাহিদুল ইসলাম সেলিম, সাধারণ সম্পাদক কমরেড মো. শাহ আলম ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-(বাসদ) সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান বলেছেন, গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দের উপর আইনের শাসনের প্রতি হুমকি। রোববার এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় এ কথা বলেন।
নেতৃদ্বয় বলেন, ছাত্রলীগ নেতার দায়েরকৃত মিথ্যা মানহানি মামলায় গতকাল রোববার সিএমএম আদালতে হাজিরা শেষে আদালত প্রাঙ্গণে ছাত্রলীগের সন্ত্রাসীদের আক্রমণের শিকার হন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ডা. ইমরান এইচ সরকার ও সংগঠক সনাতন উল্লাস।
নেতৃদ্বয় আদালত প্রাঙ্গণে ছাত্রলীগের হামলার নিন্দা জানিয়ে বলেন, ছাত্রলীগ নেতৃবৃন্দ মিথ্যা মামলা দায়ের করেছে এবং সে মামলায় আদালত কর্তৃক জামিন পাওয়ার পর তারা গণজাগরণ মঞ্চের নেতৃবৃন্দের উপর যে হামলা চালিয়েছে তা আইনের শাসনের প্রতি হুমকি। আদালত প্রাঙ্গণে শাসক দলের ছাত্র সংগঠনের এ ধরনের সন্ত্রাসী কর্মকা- মানুষকে ভীত সন্ত্রস্ত করে তুলছে। নেতৃবৃন্দ আদালত প্রাঙ্গণে সন্ত্রাসী কর্মকা- পরিচালনাকারীদের গ্রেফতার ও শাস্তি দাবি করেন।