খােলা বাজার২৪।। রবিবার, ১৬ জুলাই, ২০১৭: পানামা পেপার কেলেঙ্কারিতে পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরীফের বিরুদ্ধে পুরাতন ১৫টি মামলা নতুন করে খুলতে যাচ্ছে দেশটির লাহোর হাইকোর্ট। রোববার পাকিস্তানের তদন্তকারী সংস্থা জয়েন্ট ইনভেস্টিগেশন টিম বা জিট এই তথ্য জানায়।
জিটের প্রতিবেদনে বলা হয়, ওই ১৫টি মামলা কোনও বিচার ছাড়াই থামিয়ে দেওয়া হয়েছিল। ১৫টি মামলার মধ্যে ৩টি মামলা দায়ের হয়েছিল ১৯৯৪ থেকে ২০১১ সালের মধ্যে পিপিপির আমলে।
১৯৯৯ সালে সেনা অভ্যুত্থানে জেনারেল পারভেজ মুশারফ শরিফ সরকারকে সরিয়ে দেওয়ার পর বাকি ১২টি মামলা দায়ের হয়েছিল। লন্ডনে শরিফ পরিবারের ৪টি বিলাসবহুল বাড়ির মামলাও ১৯৯৯ সালে শুরু করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো বা ন্যাব। ২০ এপ্রিল পাকিস্তানের সুপ্রিম কোর্ট জিটকে শরিফের লন্ডনের বাড়ির টাকার উৎস খুঁজতে নির্দেশ দেয়। জুলাইয়ের ১০ তারিখ জিট সুপ্রিম কোর্টে টাকা লুকোচুরি একটি প্রতিবেদন পেশ করে। এরপর সুপ্রিম কোর্ট জিটের কাছে গত ৬০ দিনে শরিফের সব দলীয় নেতাদের কণ্ঠস্বর এবং ভাষণের প্রতিলিপি জমা দেয়ার আদেশ দেয়। মামলার আগামী শুনানি সোমবার। সূত্র: ডন।