খােলা বাজার২৪।। রবিবার, ১৬ জুলাই, ২০১৭: খেলা শেষ হওয়ার পর সংবাদ সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি এবং কাতারের একটি টিভি চ্যানেলকে সাক্ষাতকার না দেয়ায় বরখাস্ত হয়েছেন মিশরীয় কোচ। খবর মিশরের গণমাধ্যম ডেইলি সাবাহ’র।
ওয়াশিংটন পোস্টের খবরে বলা হয়, সংবাদ সম্মেলনে অংশ নিতে অস্বীকৃতি জানালেও অবশেষে তিনি সেখানে অংশ নেন। কিন্তু কথা বলার সময় তিনি ওই টিভি স্টেশনের মাইক্রোফোন সরিয়ে রাখেন এবং সাউন্ড বন্ধ করার চেষ্টা করেন।
বহিস্কৃত হওয়া হোসেম আল বাদ্রী মিশরের আল আহলে ক্লাব ও ইজিপ্ট ইন্টারন্যাশনাল ক্লাবের সাবেক কোচ। অসদাচরণের দায়ে কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল তাকে ১০ হাজার ডলার জরিমানা, ১ ম্যাচের জন্য বহিস্কার ও কাতারের টিভি চ্যানেল ব্লিইন স্পোর্টসকে সাক্ষাতকার না দেয়ায় আফ্রিকান চ্যম্পিয়ন লীগের ২ ম্যাচ থেকে বহিস্কার করা হয়।
উল্লেখ্য, জুনে সন্ত্রাসবাদে অর্থায়ন ও সমর্থনের অভিযোগে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর এবং বাহরাইন কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে। সূত্র: ডেইলি সাবাহ