Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

96খােলা বাজার২৪।। রবিবার, ১৬ জুলাই, ২০১৭: দুই দিন বন্ধ রাখার পর অবশেষে জেরুজালেম ওল্ড সিটির পবিত্র আল-আকসা মসজিদ খুলে দিয়েছে ইসরায়েল। তিন ফিলিস্তিনি ও দুই ইসরায়েলি পুলিশ কর্মকর্তা নিহতের জেরে বন্ধ করে দেয়া হয়েছিল মুসলমানদের এই প্রথম কেবলা।

এর আগে গত শুক্রবার মসজিদ প্রাঙ্গনে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি পুলিশের বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এতে ইসরায়েলি দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়। ইসরায়েলি পুলিশের সঙ্গে মসজিদ প্রাঙ্গনে বন্দুকযুদ্ধে নিহত হয় তিন ফিলিস্তিনি। এর জের ধরেই আল-আকসা মসজিদ বন্ধ ঘোষণা করে ইসরায়েল।

রোববার মসজিদে বেশ কিছু সংখ্যক মুসলিম প্রবেশের অনুমতি পান। এসময় তারা ‘আল্লাহু আকবার’ স্লোগান দেন।

শনিবার সন্ধ্যার দিকে প্যারিস সফরে যাওয়ার আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, তিনি পবিত্র ওই স্থানের নতুন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের জন্য প্রবেশ পথে মেটাল ডিটেক্টর স্থাপনের নির্দেশ দিয়েছেন।

এদিকে, নতুন নিরাপত্তা ব্যবস্থা বসানোর কারণে রোববার দুপুরের দিকে মসজিদের বাইরে নামাজ অনুষ্ঠিত হয়েছে।

সূত্র : আল-জাজিরা।