খােলা বাজার২৪।। সোমবার, ১৭ জুলাই, ২০১৭: টানা ২ বছর মেয়াদী চিকিৎসা গ্রহণের পরিবর্তে মাত্র ৯ মাস মেয়াদী চিকিৎসায় ওষুধ প্রতিরোধী যক্ষ্মা (এমডিআর টিবি) থেকে মুক্তির উপায় চালু করা হয়েছে মহাখালীস্থ জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউট ও হাসপাতালে।
দেশে শুধুমাত্র বক্ষব্যাধি ইনস্টিটিউটে এ পদ্ধতি চালু আছে জানিয়ে হাসপাতালের অধ্যাপক ডা. বশীর আহমেদ সোমবার দুপুরে আমাদের সময় ডটকমকে বলেন, প্রায় চার মাস হয়েছে এমডিআর টিবি চিকিৎসায় এখানে স্বল্প মেয়াদী (শর্টার ট্রিটমেন্ট রেজিমেন- এসটিআর) চিকিৎসা পদ্ধতিটি চালু করা হয়েছে। এটা বিশ্বস্বাস্থ্য সংস্থা স্বীকৃত।
বর্তমানে বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৭১জন পুরুষ ও ৩০জন নারী এমডিআর টিবি রোগী নতুন পদ্ধতিতে চিকিৎসা গ্রহণ করছেন।
দুই ধাপে ৯ মাস মেয়াদী এই চিকিৎসা প্রদান করা হয়। প্রথম ধাপে ইনজেকশনসহ সাত পদের ওষুধ ও দ্বিতীয় ধাপে চারপদের ওষুধ প্রদান করা হয়। প্রথম ধাপ শেষ হলে একজন এমডিআর টিবি রোগী থেকে অন্যজনে সংক্রমণের আশঙ্কা অনেক কমে যায়।
তাই প্রথম ধাপ শেষ করার পর রোগীকে ছুটি দিয়ে বাড়ি পাঠানো যায় এবং বাড়িতে থেকেই রোগী দ্বিতীয় ধাপের চিকিৎসা গ্রহণ করতে পারে বলে অধ্যাপক ডা.বশীর আহমেদ জানিয়েছেন।
তিনি জানান, ৯ মাস মেয়াদী চিকিৎসা প্রদান ব্যবস্থা চালু করার ফলে রোগীর চিকিৎসা ব্যয় কমবে। অন্যদিকে, অতি অল্প দিনের চিকিৎসায় আরোগ্য লাভের সুযোগ থাকায় রোগী থেকে জীবাণু ছড়ানোর আশঙ্কাও কম।