Mon. Aug 11th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১৭ জুলাই, ২০১৭: 54বাগেরহাটে নারকেলের খোল বা আঁচা দিয়ে তৈরি হচ্ছে গয়না। এই গয়নাসহ বিভিন্ন পণ্য-সামগ্রী রপ্তানি হচ্ছে বিশ্বের নানা দেশে। এতে একদিকে যেমন তৈরি হচ্ছে নতুন কর্মসংস্থান। অন্যদিকে অর্জন হচ্ছে বৈদেশিক মুদ্রাও।

বাগেরহাটের বিসিক শিল্প নগরীতে ২০১১ সালে নারকেলের আচাঁ দিয়ে বোতাম তৈরি শুরু হয়। পরে দেশ বিদেশে এর চাহিদা বাড়লে, বিভিন্ন জুয়েলারি সামগ্রি উৎপাদন শুরু করে ‘নুরজাহান এগ্রো প্রসেসিং ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড’ নামে একটি প্রতিষ্ঠান। এর মধ্যে চুড়ি, কানের দুল, হার, হ্যান্ডব্যাগ, ওয়াল-ম্যাট ও টেবিলসহ বিভিন্ন শো-পিস বেশি জনপ্রিয়।

কারখানাটিতে কাজ করেন ২০ থেকে ২৫ জন নারী শ্রমিক। ৩ হাজার বোতাম তৈরি করে প্রতিদিন ২ থেকে আড়াইশ টাকা পারিশ্রমিক পান তারা। এ হস্তশিল্পের ব্যাপক সম্ভাবনার কথা জানালেন উদ্যোক্তারা।

স্থানীয় অসহায় ও দরিদ্র নারীদের প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় সম্ভব মনে করছেন উদ্যোক্তারা। -তথ্যসূত্র : ইনডিপেনডেন্ট টিভি

অন্যরকম