Thu. May 15th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ১৭ জুলাই, ২০১৭: খােলা বাজার২৪।। সোমবার, ১৭ জুলাই, ২০১৭:নির্বাচন কমিশনে নিবন্ধিত রাজনৈতিক দলের বাইরেও নতুন রাজনৈতিক দলকে নিবন্ধনের সুযোগ দিতে চায় কমিশন। এই জন্য আগামী অক্টোবরে কমিশনের তরফ থেকে নতুন রাজনৈতিক দলের নিবন্ধনের জন্য আবেদনপত্র আহ্বান করা হবে। আবেদন পত্র পাওয়ার পর আগামী বছরের ফেব্রুয়ারিতে সেই সব নতুন রাজনৈতিক দলের জন্য প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে নিবন্ধন দিবে কমিশন। আগামী মার্চে নতুন নিবন্ধিত রাজনৈতিক দলের চুড়ান্ত তালিকা প্রকাশ করবে কমিশন। এই ব্যাপারে কাজ করবে নির্বাচন কমিশনের নির্বাচন ব্যবস্থাপনা অনুবিভাগ-১।

নির্বাচন কমিশন একাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য যে রোডম্যাপ ঘোষণা করেছে সেখানে তারা এমনটাই পরিকল্পনা করেছে। কমিশনের পরিকল্পনা রয়েছে, নতুন রাজনৈতিক দলের নিবন্ধন দেওয়ার আগে ও আবেদন গ্রহণের আগে পুরাতন রাজনৈতিক দলের দলগুলোর নিবন্ধন শর্তাদি প্রতিপালন সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। এই কাজ শুরু হবে অক্টোবরে। এরপর আগামী বছরের জানুয়ারিতে প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনা করে নিবন্ধিত রাজনৈতিক দলের নিবন্ধন বহাল সংক্রান্ত বিষয়ে সিদ্ধান্ত নিবে।

নির্বাচন কমিশন সূত্র জানায়, পুরাতন রাজনৈতিক দলগুলোর মধ্যে যে সব রাজনৈতিক দল নিবন্ধনের শর্ত পালন করছে না তাদের নিবন্ধন শর্তাদি পালনের জন্য সুযোগ দেওয়া হবে। এরপরও যদি তারা শর্ত পরিপূর্ণভাবে পালন করতে না পারে সেই ক্ষেত্রে তারা ব্যবস্থা নিবে।

এদিকে নির্বাচন কমিশনে মোট নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৪২ হলেও রোববার প্রকাশিত রোডম্যাপে তা ৪০ বলে উল্লেখ করা হয়েছে। ৪০ টি দল নিবন্ধিত বলে উল্লেখ করা হলেও তালিকায় সেখানে দেওয়া হয়েছে ৪২টি দলের নাম। সেখানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাম রয়েছে ১৪ নম্বরে। নামের পাশে আবার উল্লেখ করা হয়েছে কোর্টের আদেশে নিবন্ধন বাতিল।

নির্বাচন কমিশন রাজনৈতিক দল নিবন্ধন বিধিমালা ২০০৮ (২০১২ পর্যন্ত সংশোধিত) এর আলোকে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করে। নিবন্ধিত রাজনৈতিক দলগুলো বিধি-বিধানের আলোকে পরিচালিত হচ্ছে কিনা, তা খতিয়ে দেখার আইনানুগ দায় নির্বাচন কমিশনের রয়েছে।

ইতোমধ্যে কিছু রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আগ্রহ প্রকাশ করেছে। তাদের আবেদন বিবেচনা এবং নিবন্ধিত রাজনৈতিক দলগুলো নিবন্ধনের শর্ত যথাযথভাবে প্রতিপালন করছে কি না তা খতিয়ে দেখার জন্য কমিশন সিদ্ধান্ত গ্রহণ করেছে। যাতে সব নিবন্ধিত রাজনৈতিক দল একাদশ একাদশ সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।