খােলা বাজার২৪।। সোমবার, ১৭ জুলাই, ২০১৭: উপরাষ্ট্রপতি পদে প্রার্থী হিসাবে কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নাইডুকে প্রায় চূড়ান্ত করে ফেলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীসহ বিজেপি নেতৃত্ব। বিজেপি সূত্রে খবর, সোমবার সন্ধ্যায় দলের নীতি নির্ধারক কমিটি বৈঠকে এই নাম চূড়ান্ত হয়েছে। খবর এনডিটিভি’র।
রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, ২০১৯ সালের লোকসভা ভোটের কথা মাখায় রেখেই অঙ্ক কষছেন মোদীরা। সে জন্যই উত্তরপ্রদেশের দলিত নেতা রামনাথ কোবিন্দকে রাষ্ট্রপতি পদে প্রার্থী করা হয়েছে। উপরাষ্ট্রপতি পদের জন্য বিজেপি নজর দিতে চাইছে দক্ষিণ এবং উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলোর দিকে। দক্ষিণ ভারত বরাবরই বিজেপির দুর্বল জায়গা। ওই এলাকায় এখনও সেভাবে দাগ কাটতে পারেনি তারা। কর্নাটকে দরজা খুললেও পরে সেটি হাতছাড়া হয়ে যায়। এই প্রেক্ষিতেই সেই অঞ্চলে জোর দিতে একজন দক্ষিণী মুখ তুলে ধরা বিজেপি’র জন্য জরুরি। বিজেপি সূত্রের খবর, এ জন্য তেলঙ্গানার রাজ্যপাল সি বিদ্যাসাগর রাও এবং কেন্দ্রীয় মন্ত্রী বেঙ্কাইয়া নায়ডুকে পছন্দের তালিকায় রেখেছিলেন মোদী-শাহরা। তবে, শেষ মুহূর্তে বেঙ্কাইয়াকেই এগিয়ে রাখতে চাইছেন তাঁরা।
রাজ্যসভায় শাসক গোষ্ঠী সংখ্যালঘু হলেও রাজ্যসভা এবং লোকসভা দুই কক্ষ মিলিয়ে বিজেপি নেতৃত্বের জোট এনডিএ’র শক্তি বিরোধীদের থেকে বেশ খানিকটা বেশি। উপরাষ্ট্রপতি পদে জয়ের জন্য প্রয়োজন ৩৮৮টি ভোট। আর এনডিএ-র পক্ষে রয়েছে ৪১৩টি। রাষ্ট্রপতি পদে যেমন বিধায়কদেরও ভোটাধিকার রয়েছে, উপরাষ্ট্রপতি পদে শুধু লোকসভা এবং রাজ্যসভার সাংসদরাই ভোট দিতে পারেন। কাজেই বেঙ্কাইয়াকে জিতিয়ে আনা বিজেপির পক্ষে অসম্ভব হবে না।