খােলা বাজার২৪।। সোমবার, ১৭ জুলাই, ২০১৭: প্রথম প্রস্তুতি ম্যাচে বড় হার, পরেরটিতে তারচেয়েও বড় ব্যবধানে জয়, তৃতীয়টিতে এসে ড্র। সোমবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৬ মেয়েদের ফুটবল দল সাউথ কোরিয়া সফরের তৃতীয় প্রস্তুতি ম্যাচে ২-২ গোলে ড্র করেছে।
কোরিয়া সফরের দ্বিতীয় ম্যাচে গত শুক্রবার ইয়ূলমাইয়ূন মিডল স্কুলের মেয়েদের ৯-০ গোলে বিধ্বস্ত করেছিল কৃষ্ণা-মার্জিয়ারা। প্রথম প্রস্তুতি ম্যাচে দেশটির অনূর্ধ্ব-১৬ মেয়েদের বিপক্ষে ৬-০ ব্যবধানে হেরে বসেছিল লাল-সবুজের মেয়েরা।
পাজুতে হাওয়াচিউন ইনফরমেশন ইন্ডাস্ট্রি হাইস্কুল দলের বিপক্ষে শুরুতে ২-০তে পিছিয়ে পড়েছিল বাংলাদেশের মেয়েরা। ম্যাচের ২৭ মিনিটে স্বাগতিকদের থাপু প্রথম গোল করার পর ৬৩ মিনিটে চিম চিং উর ব্যবধান বাড়ান।
পরের গল্পটা লাল-সবুজের মেয়েদের ঘুরে দাঁড়ানোর। ম্যাচের ৭৩ মিনিটে একটি গোল ফিরিয়ে দেন সানজিদা। আর ৭৮ মিনিটে শামসুন্নাহারের গোলে ড্রয়ে মাঠ ছাড়ে গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।
আসছে সেপ্টেম্বরের ১০-২৩ তারিখে থাইল্যান্ডে বসবে এএফসি অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ ফুটবলের চূড়ান্ত পর্বের আসর। তার আগে টানা প্রস্তুতি ম্যাচ খেলছে মেয়েরা। কৃষ্ণা-মার্জিয়াদের পরের ও শেষ প্রস্তুতি ম্যাচটি ১৯ জুলাই।