খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭: রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় নেত্রী বেগম খালেদা জিয়ার নির্দেশে তারাগঞ্জ উপজেলা শাখার সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। গত শনিবার ১৫ জুলাই উপজেলা শাখা বিএনপির সভাপতি আব্দুর রশিদ পাটোয়ারি’র সভাপতিত্বে উক্ত সভায় বলেন এবারে দলের মধ্যে সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম ব্যাপক সাড়া পেয়েছে। উপস্থিত ছিলেন সম্পাদক মতিয়ার রহমান,সাংগঠনিক এ্যাড মাকদুম আলম,যুগ্ন সম্পাদক সিরাজুল ইসলাম,প্রচার সম্পাদক এ্যাড তোবারক,দপ্তর সম্পাদক রাশেল মন্ডল, যুবদলের সভাপতি তোফায়েল, সম্পাদক নুর আলম,হাড়িয়ারকুঠি ইউপি’র বিএনপির সভাপতি মজুমদার রহমান,সম্পাদক মোকছেদুল ইসলাম,ইকরচালী ইউপি’র বিএনপির সভাপতি তফসির হোসেন, কুর্শা ইউপি’র বিএনপির সভাপতি সোনা উল্লাহ, সয়ার ইউপি’র বিএনপির সভাপতি আজাদ খান,সম্পাদক মোজাম্মেল হক,সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ মন্ডল সহ সকল অঙ্গ সংগঠনের নেতা কর্মী উপস্তিত ছিলেন।আলোচনায় নেতারা সকলের উদ্দেশ্যে সদস্য সংগ্রহ ও নবায়ন আগামী ১লা সেপ্টেম্বর শেষ হবে বলেন।