Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

barisal-mapখােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭: বরিশাল নগরীর ২২ নম্বর ওয়ার্ডের নবগ্রাম রোড মদিনা মসজিদ এলাকায় স্বর্পরাজ মান্না পাহাড়িকে এলোপাথারি কুপিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।

সোমবার রাত সাড়ে ১০টায় সন্ত্রাসী হামলায় গুরুতর আহত মান্না পাহাড়িকে শেরে-ই বাংলা মেডিকেলে ভর্তি করা হয়েছে। হামলার জন্য স্থানীয় যুবলীগ এবং সিটি করপোরেশনের এক সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরকে দায়ী করা হয়েছে। পুলিশ হাসপাতাল ও ঘটনাস্থল পরিদর্শন করে জিজ্ঞাসাবাদের জন্য দুইজনকে আটক করেছে।

চিকিৎসাধীন মান্না পাহাড়ি জানান, জিয়া সড়ক এলাকার চিহ্নিত সন্ত্রাসী স্থানীয় যুবলীগ নেতা তরিকুল ইসলাম রাজা তাকে সাপের বাক্সে কক্সবাজার থেকে ইয়াবা এনে রাতারাতি বড়লোক হওয়ার প্রস্তাব দেয়। এতে তিনি রাজী না হলে রাজার পক্ষ হয়ে সিটি করপোরেশনের সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর ইসরাত আমান রূপা তাকে প্রাণ নাশের হুমকি দেয়। সুযোগ বুঝে গতকাল রাতে কুপিয়ে মৃত ভেবে ফেলে রেখে যায়।

মান্নার স্ত্রী কাজল বেগমের অভিযোগ সাপের বাক্সে মাদক ব্যবসায় রাজি না হওয়ায় তার স্বামীর উপর ক্ষুব্ধ হন রাজা। এরপর থানায় জিডিও করেন। তিনি হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেন।

হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে আদালতে সোপর্দ করাসহ আইনানুগ ব্যবস্থা নেওয়ার কথা বলেছেন মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (কোতয়ালী) মো. আসাদুজ্জামান।