Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

PR MFSখােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭: ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ (এফএসআইবিএল) এর মোবাইল ব্যাংকিং ‘ফার্স্টপে শিওরক্যাশ’ এর মাধ্যমে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর গ্রাহক এবং এজেন্টদের বিল সংগ্রহের লক্ষ্যে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ, ইউএস-বাংলা এয়ারলাইন্স এবং শিওরক্যাশ এর মধ্যে ত্রিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ১৬ জুলাই, ২০১৭ তারিখে প্রগতি সিস্টেমস্ লিঃ এর প্রধান কার্যালয়ে এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর সিইও জনাব ইমরান আসিফ ও প্রগতি সিস্টেমস্ লিঃ এর সিইও জনাব মোঃ শাহাদাতউল্লাহ খান (পিএইচডি) এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিঃ এর উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মোঃ মোস্তফা খায়ের স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। এসময় অন্যান্যদের মধ্যে ব্যাংকের এজেন্ট ব্যাংকিং এন্ড মোবাইল ব্যাংকিং ডিভিশনের প্রধান জনাব আলী নাহিদ খান, ইউএস-বাংলা এয়ার লাইন্স এর উপ-পরিচালক, জনাব সোহেল মজিদ, এজেন্ট ব্যাংকিং এন্ড মোবাইল ব্যাংকিং ডিভিশনের এফভিপি জনাব মোঃ ফরিদুর রহমান জালাল এবং প্রগতি সিস্টেমস্ লিঃ এর এভিপি জনাব মোঃ শফিকুল ইসলামসহ স্ব স্ব প্রতিষ্ঠানের অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।