Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

SAM_3465খােলা বাজার২৪।। মঙ্গলবার, ১৮ জুলাই, ২০১৭: রংপুরে তারাগঞ্জ উপজেলায় মৎস্য দপ্তরের আয়োজনে মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত। গতকাল মঙ্গলবার উপজেলা পরিষদ হলরুমে সকাল ১১ টায় মৎস্য উপলক্ষে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার জিলুফা সুলতানা, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহামুদা আক্তার লাভলী, ভাইস চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা মৎস্য অফিসার সাইয়েদুল মোফাচ্ছালিন,সহকারী অফিসার হাবিবুর রহমান চৌধুরী, কুর্শা ইউপি চেয়ারম্যান আফজালুল হক সরকার, ক্ষেত্র সহকারী হারুন অর রশিদ, স্বর্ণ কুমার কুন্ড, স্থানীয় বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ। সম্মেলনে উপজেলা নির্বাহী জিলুফা সুলতানা বলেন, “মাছ গড়ব দেশ বদলে দেব বাংলাদেশ” এই স্লোগানকে সামনে রেখে দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও আহরণে ঐক্যবদ্ধ হই। অভায়শ্রম করে দেশীয় প্রজাতির মাছ উৎপাদনে ব্যাপক ভুমিকা রাখবে। অর্থ-পুষ্টি মানুষের জন্য সুফল বয়ে আনবে। এছাড়াও দেশীয় প্রজাতির মাছ হারিয়ে যাওয়া থেকে রক্ষা করা সম্ভব হবে। মৎস্য সপ্তাহ ব্যাপী অধিদপ্তরের আয়োজনে যেসব কর্মসূচী গ্রহন করা হয়েছে তা থেকে বিস্তারিত তথ্য জানা যাবে। উপজেলা মৎস্য অফিসার সাইয়েদুল মোফাচ্ছালিন বলেন এবারে মৎস্য সপ্তাহ ১৮-২৪ জুলাই আমাদের ব্যাপক কার্যক্রম তুলে ধরা হয়। এতে করে মৎস্য চাষী জীবি তাদের প্রশিক্ষণ রোগ-বালাই সম্পর্কে প্রশিক্ষণ ও সচেতনা মূলক নানা কর্মসূচী গ্রহন করা হয়েছে।