খােলা বাজার২৪।। বুধবার, ১৯ জুলাই, ২০১৭: বর্তমান প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, আপনি দেশের প্রধান নির্বাচন কমিশনার নন, আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনার। আপনার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হওয়া অত্যন্ত কঠিন ব্যাপার।
বুধবার দুপুরে কুমিল্লার আদালতে নাশকতার একটি মামলার হাজিরা শেষে নগরীর ধর্ম সাগর দক্ষিণ পাড়ে বিএনপির অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
রিজভী আরও বলেন, দেশে আজ ১৮ লক্ষ মানুষ চিকুনগুনিয়া আক্রান্ত হবার সম্ভবনা, তার পরেও এটাকে সরকার মহামারি বলবে না। কারণ এটা বললে তাদের ওপর অপবাদ চলে আসে। মশা নিধনে লাখ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে, সে টাকা লুটপাট হয়ে যাচ্ছে।
সম্মেলনে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মো. মোস্তাক মিয়া, বিএনপি নেতা সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ।