খােলা বাজার২৪।। বুধবার, ১৯ জুলাই, ২০১৭: ২০ দলীয় জোটের মহাসচিবদের বৈঠক আগামী রবিবার সকালে অাহ্বান করা হয়েছে। সকাল ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বুধবার এনপিপি মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা এ তথ্য জানান।
জানা গেছে, বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, একাদশ জাতীয় নির্বাচন নিয়ে আলোচনা হবে। পাশাপাশি খালেদা জিয়াকে নিয়ে আওয়ামী লীগ নেতারা যে মন্তব্য করেছেন সে ব্যাপারে আলোচনা করা হবে।