খােলা বাজার২৪।। বুধবার, ১৯ জুলাই, ২০১৭: রাস্তায় অসাবধানতাভাবে চলাচল করলে মানুষের যেমন দুর্ঘটনার কবলে পড়ার সম্ভাবনা রয়েছে তেমনি পশুরাও দুর্ঘটনার সম্মুখিন হতে পারে। মানুষের চলাচলের জন্য তৈরি করা হয় আন্ডারপাস, ওভারপাস বা ফুট ওভার ব্রিজ। কিন্তু প্রাণীদের নিরাপত্তার কথা কয়জনে চিন্তা করে? অল্প কিছু মানুষ আছেন যারা প্রাণীদের নিরাপত্তার কথা চিন্তা করেন। কিছু দেশ আছে যেখানে প্রাণীদের নিরাপত্তার কথা চিন্তা করে তৈরি করা হয়েছে ব্রিজ, আন্ডারপাস এবং ওভারপাস। এর মাধ্যমে আক্সিডেন্টে প্রাণীর মৃত্যুর হার অনেকটা কমে যায়। এমন কিছু অসাধারণ ব্রিজ আর আন্ডারপাস দেখে নিন ছবিতে-
ইকোডাক্ট ইন জার্মানি
ইকোডাক্ট ইন সিঙ্গাপুর
অ্যানিমেল ব্রিজ অফ আলবার্টা , কানাডা
ইকোডাক্ট ইন বানফ ন্যাশনাল পার্ক, কানাডা