খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭: রংপুরের তারাগঞ্জ উপজেলায় রিচিং আউট অব- স্কুল চিলড্রেন (রস্ক) ফেইজ-২ প্রকল্পের ইনডাকশন ওয়ার্কশপ প্রি-ভোকেশনাল স্কিলস্ ট্রেনিং প্রোগ্রাম অনুষ্ঠিত। গতকাল বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ হল রুমে ওয়ার্কশপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারঃ) তাসলীমা বেগম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রকল্প পরিচালক অতিরিক্ত সচিব রস্ক ফেইজ-২ ড. এম মিজানুর রহমান, ইএসডিও নির্বাহী পরিচালক ড. মোঃ শহীদ উজ্জামান, পরিচালক ফেইজ-২ নুরুজ্জামান মল্লিক,। বিশেষ অতিথি উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান আতাউর রহমান, মহিলা ভাইচ চেয়ারম্যান মাহমুদা আক্তার লাভলী, উপজেলা বিভিন্ন অফিসের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যান, সাংবাদিক, শিক্ষক, ইএসডিও’র উপজেলার কর্মকর্তা কর্মচারী, ছাত্র প্রমুখ।