খােলা বাজার২৪।। শুক্রবার, ২১জুলাই, ২০১৭: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ভারতের নবনির্বাচিত প্রেসিডেন্ট শ্রী রামনাথ কোবিন্দকে অভিনন্দন জানিয়েছেন।
রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদিন গণমাধ্যমকে জানিয়েছেন, রাষ্ট্রপতি হামিদ গতকাল এক বার্তায় ভারতের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে বলেছেন, রামনাথের নেতৃত্বে ভারতের সার্বিক অগ্রগতি ও উন্নয়ন ত্বরান্বিত হবে।
এসময় রাষ্ট্রপতি আশা প্রকাশ করে বলেন, ‘বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আগামী দিনগুলোতে আরো শক্তিশালী হবে।’
আবদুল হামিদ রামনাথের সাফল্য, দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনা করেন। প্রসঙ্গত, ৭১ বছর বয়সী সাবেক আইনজীবী রামনাথ কোবিন্দ বৃহস্পতিবার ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন।