
খােলা বাজার২৪।। শুক্রবার, ২১জুলাই, ২০১৭: সাধারণ গান তোমারে ভাবিয়া স্বপ্ন আঁকিয়া,যায় দিন যায় ফুরাইয়া… রোমান্টিকতা ও উচ্ছলতায় ভরপুর বাতাবরণ তৈরি করে উত্তেজনায় কাঁপিয়ে দিলো সংগীত প্রেমীদের।
মেধা, প্রতিভা আর অভিনয়শৈলী দিয়ে ইউটিউবের চার মিনিট চল্লিশ সেকেন্টের ভিডিও “তোমারে ভাবিয়া” গানটি রিলিজ করেছে দেশের শীর্ষ স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান ‘লেজার ভিশন’ আর রিলিজ হওয়ার প্রথম দিনেই শ্রোতাদের দারুণ সাড়া ও প্রশংসিত হচ্ছে সর্ব মহলে।
“তোমারে ভাবিয়া” শিরোনামের ডুয়েট গানটিতে এ প্রজন্মের অন্যতম প্রতিভাবান কণ্ঠশিল্পী এম এইচ রিজভী’র সঙ্গে কন্ঠ দিয়েছেন মাইশা শান্তা হাসান। আর অভিনয় করছেন কণ্ঠশিল্পী রিজভী নিজেই ও তাকে সঙ্গ দিয়েছেন এ প্রজন্মের তরুণ প্রতিভাময়ী মডেল মধু তালুকদার।
তোমারে ভাবিয়া” গানটি তরুণ গীতিকার রবিউল আউয়াল সরকার’ এর কথায়, টি. আর. রোমান্স এর সুর ও সঙ্গীতায়োজনে ও খান মাহি’র ভিডিও পরিচালনায় ” লেজার ভিশনের মিউজিক ব্যনার থেকে রিলিজ হওয়ার এক দিনের মধ্যেই শ্রোতা এবং সমালোচক মহলে ব্যাপক সাড়া ফেলে।
এ প্রসঙ্গে কন্ঠ শিল্পী এম এইচ রিজভী বলেন- ” আমি অবিভূত। সব সময় ভালো গানের সাথে ছিলাম। আশা করি খুব অল্প সময়ের মধ্যে আরো চমক নিয়ে হাজির হবো আপনাদের মাঝে।”
শ্রোতাদের সুবিধার্তে নিচে পুরো গানের কথা দেয়া হলো …….
তোমারে ভাবিয়া স্বপ্ন আঁকিয়া,
যায় দিন যায় ফুরাইয়া…
একবার চাহিয়া নিলা মন কাড়িয়া,
বলো না কি যাদু করিয়া!….
মনের চাওয়া কাগজে লিখিয়া,
দক্ষিণা বাতাসে দেবো উড়াইয়া…
কাছে আসি ভালোবাসিয়া
দিলা এই প্রাণ জুড়াইয়া।
তোমারও রূপে প্রেমের আগুনে ধরেছে মনে,
মগ্ন আমি মন না দিলে যাবো অনশনে।
তোমারও চলা, করেছে আমায় ভীষণ উতলা।
ডুবেছি প্রেমে,কি করে তোমায় যাবো আমি ভুলিয়া!!