Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

Untitled-1খােলা বাজার২৪।। রবিবার, ২৩ জুলাই, ২০১৭: পিরোজপুর জেলা কাউন্সিলের পরপরই নবগঠিত কমিটিতে শুরু হয় নতুন মাত্রার রাজনৈতিক মেরুকরণ।  পিরোজপুর-১ আসনে আ’লীগের আগামী জাতীয় একাদশ নির্বাচনের মনোনয়ন নিয়ে নেতা কর্মীদের মধ্য রয়েছে নানা গুঞ্জন। পিরোজপুর জেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা বর্তমানে খুব একটা স্বস্তিতেও নেই।

২০১৫ সালের ১১ ডিসেম্বর দলীয় কাউন্সিল অনুষ্ঠিত হওয়ার পরপরই নানান কারণে নবগঠিত কমিটিতে শুরু হয় বিভাজন, যা এখনও বিদ্যমান। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে ততই প্রবল হয়ে উঠতে শুরু করেছে পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় গুরুপিং ।

ফলে আগামী জাতীয় একাদশ নির্বাচনে নতুন মুখ হিসেবে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক এমপি এবং আইনজীবী প্রয়াত এনায়েত হোসেন খানের জ্যেষ্ঠ কন্যা শেখ এ্যানি রহমানের নাম শোনা যাচ্ছে। আর জেলার নেতারাও তার আসার সম্ভাবনাকেও উড়িয়ে দিচ্ছেন না।

তবে তারা এ আশঙ্কাও প্রকাশ করে বলছেন, কেন্দ্রীয় পর্যায় থেকে শিগগিরই দ্বন্দ্ব নিরসনে পদক্ষেপ গ্রহণ করা উচিৎ তা না হলে ক্ষমতাসীন আওয়ামী লীগের দিতে হতে পারে চরম মাশুল। যার পরিণতি হিসেবে আগামী জাতীয় নির্বাচনে পিরোজপুর-১ আসন হারাতেও পারে।

২০১৫ সালের ১১ ডিসেম্বর দলীয় কাউন্সিলে আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য আমির হোসেন আমু এমপির উপস্থিতিতে জেলা কাউন্সিলের নবগঠিত ওই কমিটিতে তখন সভাপতি নির্বাচিত হন  বর্তমান সংসদ সদস্য একেএমএ আউয়াল এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন অ্যাডভোকেট এমএ হাকিম হাওলাদার।

জেলা আওয়ামী লীগের নবগঠিত ওই কমিটি সৃষ্টির পর থেকে দীর্ঘ প্রায় ১৯ মাস পেরিয়ে গেলেও জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির হাতেগোনা মাত্র কয়েকটি সভা অনুষ্ঠিত হয়। যদিও ওই সভাগুলোতে উপস্থিত ছিলেন না জেলা কমিটির সভাপতি একেএমএ আউয়াল।
এদিকে দলীয় সভাপতি ও সংসদ সদস্য একেএমএ আউয়ালের সঙ্গে বিগত ইউপি ও জেলা পরিষদ নির্বাচনের মনোনয়ন নিয়ে দলের সাধারন সম্পাদক এমএ হাকিম হাওলাদারসহ নেতাকর্মীদের মধ্যে রাজনৈতিক ও আদর্শিক মতপার্থক্য এবং সংসদ সদস্যের ভাইদের মধ্যে অভ্যন্তরীণ সম্পর্কে ক্ষত সৃষ্টি হওয়ায় বিরোধ শেষপর্যন্ত দলীয় কোন্দলে গড়ায়। ফলে দলটির নেতাকর্মীদের মধ্যে বাড়তে থাকে তীব্র অসন্তোষ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া। যে কারণে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থান ক্রমশ দুর্বল হতে থাকে।

আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কে পাচ্ছেন পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন?  তবে নাম প্রকাশ না করার শর্তে দলের ত্যাগী ও সিনিয়র নেতা কর্মীরা জোর দিয়ে বলেছেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও সংসদ সদস্য একেএমএ আউয়ালের সঙ্গে কমিটির সাধারণ সম্পাদক এমএ হাকিম হাওলাদার ও ভাইদের মধ্যে সৃষ্ট দ্বন্দ্বের অবসান না হয় তাহলে আগামী জাতীয় নির্বাচনে পিরোজপুর-১ আসবে নতুন মুখ।

জেলার নেতারা পরিষ্কার করে কেউই বলতে পারছেন না আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-১ আসনে কে পাচ্ছেন দলের মনোনয়ন। তবে দলের মধ্যে এবং দলের বাইরে থেকে পাওয়া তথ্যে বেশ ক’জন প্রার্থী হওয়ার গুঞ্জন রয়েছে। এদের মধ্যে রয়েছেন- বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল, সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ শাহ আলম, আওয়ামী লীগ নেতা ও পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, সুপ্রিমকোর্টের সিনিয়র আইনজীবী শ ম রেজাউল করিম।

তবে বর্তমান পিরোজপুর-১ আসনের এমপি একেএমএ আউয়ালের সাথে মনোনয়ন দৌড়ে কে এগিয়ে যায় তা এই মুহুর্তে সঠিক বলা যাচ্ছেনা।