Wed. Apr 23rd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

IMG_20170723_130151খােলা বাজার২৪।। রবিবার, ২৩ জুলাই, ২০১৭: নীলফামারী কিশোরগঞ্জ প্রতিনিধি-মোঃ নাজিম উদ্দিনঃ নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় “রুপালী কেশবা সরকারি প্রাথমিক বিদ্যালয়”-এ সরকারি ভাবে উদযাপিত “উন্নয়নের বাতিঘর” শীর্ষক বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত এই বৃক্ষরোপন কর্মসূচী প্রাথমিক শিক্ষা পরিবারের কর্মকর্তা, কর্মচারী, শিক্ষক/শিক্ষিকা ও ছাত্র/ছাত্রীদের মাধ্যমে বিভিন্ন ফলজ, ঔষধি ও বনজ বৃক্ষ রোপন করা হয়।
উক্ত বৃক্ষ রোপন কর্মসূচী বিদ্যালয়ের মাননীয় সভাপতি মোঃ ইউছুফ আলী মিয়া ও প্রধান শিক্ষিকা মোছাঃ খোরশেদা বেগম দারা উদ্বোধন করা হয়।এ সময় উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক ও উক্ত বিদ্যালয়ের সহসভাপতি মোঃ নাজিম উদ্দিন,দৈনিক মাতৃছাঁয়া পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ তোফাজ্জল হাসান,দৈনিক খোলাবাজার ও kholabazar24.com পত্রিকার স্টাফ রিপোর্টার মোঃ লাতিফুল সাফি ডায়মন্ড,সাপ্তাহিক নীলচোখ পত্রিকার উপজেলা প্রতিনিধি মোঃ রাজু আহমেদ ও অন্যান্য শিক্ষক শিক্ষিকা মহোদয় সহ বিদ্যালয়ের ছাত্র/ছাত্রী বৃন্দ।
বৃক্ষরোপন শেষে সভাপতি সাহেব বিদ্যালয়ের সার্বিক উন্নয়নের জন্য কিছু বিষয় তুলে ধরেন-তার মধ্যে বিদ্যালয়ে আরও একটি ভবন নির্মান, সীমানা প্রাচীর তৈরি ও যে ভবনটি আছে বর্ষায় বৃষ্টির পানিতে ছাদ চুঁয়ে পানি পরে ফলে সংষ্করন অতি জরুরী।
তিনি আরও বলেন বিদ্যালয়টি ১৯৯১ সালে প্রতিষ্ঠিত হলেও শিক্ষার মান ও যাবতীয় কর্ম পরিচালনা নিষ্ঠার সাথে করায় যুগ উপোযোগী করে তোলা সম্ভব হয়েছে।
শিক্ষা বিষয়ক উর্ধ্বতন কর্মকর্তা একটু সু দৃষ্টি দিলে আমার চলমান সরকারে ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে শিক্ষার্থীদের আরও এগিয়ে নিতে পারবো বলে তিনি এ আশাও ব্যক্ত করেন।।