খােলা বাজার২৪।। রবিবার, ২৩ জুলাই, ২০১৭: জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন সরকারি তিতুমীর কলেজের ছাত্র মো. সিদ্দিকুর রহমানকে দেখতে আজ সেখানে যান শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তিনি সিদ্দিকুরের শয্যাপাশে কিছু সময় অবস্থান করেন এবং তার খোঁজখবর নেন। এ সময় তিনি সিদ্দিকুরের মা ও ভাইয়ের সাথেও কথা বলেন এবং তাদের সান্তনা দেন। তিনি উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথেও কথা বলেন॥
শিক্ষামন্ত্রী তার চিকিৎসার বিষয়ে সংশ্লিষ্ট চিকিৎসকদের সাথে আলোচনা করেন। এ সময় ডাক্তাররা তাঁকে জানান, সিদ্দিকুরের চিকিৎসার ব্যাপারে কর্তৃপক্ষ সর্বোচ্চ যতœবান রয়েছে।র্ তার চিকিৎসার ব্যাপারে আজ দু’বার মেডিক্যাল বোর্ডে আলোচনা হয়েছে।