Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। রবিবার, ২৩ জুলাই, ২০১৭:‘বড় দাদা’ নরেন্দ্র মোদিকে আগামী ২০১৯ সালের মধ্যে ভারত থেকে উৎখাতের ঘোষণা দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। দুই বছর পরই ভারতের লোকসভা নির্বাচন। সেদিকেই ইঙ্গিত করে গতকাল শুক্রবার পশ্চিমবঙ্গের ধর্মতলায় আয়োজিত একটি অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

ইংরেজদের তাড়াতে ১৯৪২ সালে ভারত ছাড়ো আন্দোলনের ডাক দিয়েছিলেন মহাত্মা গান্ধী। তারই অনুকরণে নিজের দলের জন্য মোদি সরকারের বিরুদ্ধে ‘বিজেপি ভারত ছাড়’ স্লোগানের কথা জানান মমতা। বিজেপিকে রুখতে রাজ্যের ব্লকে ব্লকে ভারত ছাড়ো আন্দোলন করার নির্দেশ দিয়েছেন তিনি।

আগামী ৯ আগস্ট ‘ভারত ছাড়’ আন্দোলনের বর্ষপূর্তির দিন থেকেই এই লক্ষ্যে দলের সর্বস্তরে কর্মসূচি নেওয়া হবে। এ কর্মসূচির পথ ধরেই লোকসভা নির্বাচনের ক্ষেত্র প্রস্তুত রাখতে চাইছেন। মমতার মতে, বিজেপি আগামী বছরই লোকসভা নির্বাচন দিয়ে দিতে পারে। সূত্র: আনন্দবাজর পত্রিকা।