খােলা বাজার২৪।। সোমবার, ২৪ জুলাই, ২০১৭: বেতন-ভাতা ও পেনশনসহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে প্রদানের দাবিতে ঠাকুরগাঁওয়ের পৌর কর্মকর্তা-কর্মচারিরা কর্মবিরতি পালন করেছে।
সোমবার সকালে পৌর কর্মকর্তা-কর্মচারিরা অফিস কক্ষ ছেড়ে পৌরসভা চত্বরে দাবি সম্বলিত ব্যানার ঝুলিয়ে কর্মবিরতি পালন করে। এসময় পৌর কর্মকর্তা-কর্মচারি এসোসিয়েশন এর বিভাগীয় সহ-সভাপতি বেলাল হোসেন, জেলা শাখার সভাপতি রাশেদুর রহমান, সাধারণ সম্পাদক হামিদুর রহমান, সদস্য জাহিদুর রহমান, মনসুর আলীসহ বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের এ দাবি নিয়ে আন্দোলন করছি। আমরা আশা করছি সরকার আন্তরিকতার সাথে আমাদের দাবি মেনে নেবেন। অন্যথায় আরো কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে।
এদিকে কর্মবিরতি চলাকালে পৌরসভায় সেবা নিতে আসা সাধারন মানুষ ভোগান্তির শিকার হয়।