Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements
175739_1খােলা বাজার২৪।। সোমবার, ২৪ জুলাই, ২০১৭: একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনের মিশনে নেমেছেন বিদেশি কূটনীতিকরা। ইতিমধ্যে সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির বিষয়ে জানতে প্রধান নির্বাচন কমিশনের (সিইসি) সঙ্গে একান্তে একাধিকবার বৈঠকও করেছেন কূটনীতিকরা। এদিকে প্রধান নির্বাচন কমিশনার সংসদ নির্বাচনের প্রস্তুতির সার্বিক বিষয় তুলে ধরছেন তাদের কাছে। এরই ধারাবাহিকতায় বুধবার প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট। বেলা সাড়ে ১২টায় আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সাক্ষাৎ করার কথা রয়েছে। এর আগে গত ১৮ মে সিইসির সঙ্গে সাক্ষাৎ করেন ভারতের হাই কমিশনার হর্ষবর্ধন শ্রিংলা। গত ১২ মার্চ নতুন নির্বাচন কমিশনের সঙ্গে সাক্ষাৎ করেন নরওয়ে ও সুইডেনের রাষ্টদূত। সব বৈঠকে আলোচনার মূল বিষয় ছিল একাদশ সংসদ নির্বাচন। কূটনীতিকরা আগামী নির্বাচনে সবার অংশগ্রহণ চান। সেইসঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন অনুষ্ঠানে ইসিকে সহযোগিতার কথাও বলেছেন কূটনীতিকরা। নির্বাচনের নানা প্রস্তুতির বিষয়ে সিইসির কাছে জানতে চান তারা। তবে কূটনীতিকরা নতুন ইসির অধীনে অনুষ্ঠিত বিভিন্ন স্থানীয় সরকারের নির্বাচন প্রশংসাও করেন। বিশ্লেষকরা বলেছেন, নির্বাচন কমিশন যেহেতু আগামী সংসদ নির্বাচনের খসড়া রোডম্যাপ ঘোষণা করেছে, তাই নির্বাচন নিয়ে বিদেশিদের আগ্রহ বেড়ে গেছে। তারা এখন নির্বাচন কমিশন মিশনে নেমেছে। ইসির কর্মকর্তারা বলেছেন, সময়মতো আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য ইসি ইতিমধ্যে রোডম্যাপ তৈরি করেছে। আর রোডম্যাপে নির্বাচনের প্রস্তুতির বিষয়ে সময়সীমাও নির্ধারণ করা হয়েছে। ইসি সেই অনুযায়ী কাজ করছে। ইতিমধ্যেই দেশের প্রধান রাজনৈতিক বিরোধীদল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শা বার্নিকাট ও ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদু। এসব তৎপরতা শুরুর আগেই গত ১৬ ফেব্রুয়ারি ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তরের বাংলাদেশ-ইইউ রাজনৈতিক সংলাপ অনুষ্ঠিত হয়।