খােলা বাজার২৪।। সোমবার, ২৪ জুলাই, ২০১৭: টোরিরা পরবর্তী সরকার গঠন করতে পারবে কিনা শুধু তা নিয়েই নয়, এমনকী টেরেজা মে তার পদ ধরে রাখতে পারবেন কিনা তা নিয়েও কনজারভেটিভ দলে এখন আলোচনা শুরু হয়েছে। বিবিসির রাজনৈতিক সম্পাদক লরা কুয়েন্সবার্গ লিখছেন, মিসেস মে তার উপদেষ্টাদের নিয়ে কনজারভেটিভ সদর দপ্তরে আলোচনায় বসেছেন। সাবেক একজন মন্ত্রী অ্যানা সব্রি বলেছেন “তার ভবিষ্যত নিয়ে প্রধানমন্ত্রীর এখন ভাবা উচিত।” রাজনীতির ভাষায় এটা পদত্যাগের আহ্বান। লরা বলছেন আরেকজন শীর্ষস্থানীয় এমপি তাকে বলেছেন “মিসেস মে কীভাবে থাকবেন আমি বুঝতে পারছি না।” একজন মন্ত্রী তাকে টেক্সট করে বলেছেন “টোরি পার্টির অবস্থা একটা রাজতন্ত্রের মত- যেখানে জোর করে ক্ষমতা বদল হয়।” টোরি সূত্র থেকে লরাকে আরও বলা হয়েছে যে সকালের মধ্যে তার পদত্যাগের সম্ভাবনা ৫০ শতাংশ।