Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

238734_189খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭:  আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশ ছেড়ে পালানোর ইতিহাস বিএনপির নেই, রয়েছে আওয়ামী লীগেরই। ১৯৭১ সালে আওয়ামী লীগের বড় বড় নেতারা দেশ ছেড়ে পালিয়ে ভারত ও পাকিস্থানে আশ্রয় নিয়েছিল, তেমনিভাবে ওয়ান ইলেভেনের সময়ও আপনাদের অনেকেই বিদেশে পালিয়ে গিয়েছিলেন, ওয়ান ইলেভেনের সেই অবৈধ সরকারকে বৈধতা দেয়ার প্রতিশ্রুতি দিয়ে আবার দেশে এসেছিলেন আপনারাই।

মঙ্গলবার বরিশাল নগরীর অশ্বিনী কুমার টাউন হলে মহানগর বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এসব কথা বলেন। তিনি বলেন, সরকার দেশের অর্থনীতি নিয়ে চরম মিথ্যাচার করছে, মিথ্যা প্রবৃদ্ধি দেখিয়ে তারা জনগনের সাথে প্রতারণা করছে, গার্মেন্টমস ফ্যাক্টরিগুলো একে একে বন্ধ হয়ে যাচ্ছে। তারা বলেছিল- দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ- অথচ গোডাউনে কোনো চাল নেই, সরকার ক্ষমতায় আসার আগে ১০ টাকা কেজিতে চাল খাওয়ানোর জন্য জনগণের কাছে ওয়াদা করেছিল, অথচ এখন তা খাওয়াচ্ছে ৫০ টাকায়।

বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর শাখা সভাপতি অ্যাডভোকেট মোঃ মজিবর রহমান সরোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন, ৫ জানুয়ারির প্রহসনের নির্বাচনের নামে সরকার জনগণের সাথে প্রতারণা ও বিশ্বাস ঘাতকতা করেছে, এরশাদকে ভাগিয়ে নিয়ে গৃহপালিত বিরোধীদল বানিয়েছে, এভাবে তারা একের পর এক গণতান্ত্রিক সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। এ সুযোগ ভবিষ্যতে আর পাবেন না, নির্বাচনের সময় নিরপেক্ষ সরকার ও সকল দলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অধীনে কখনোই সুষ্ঠু নির্বাচন আশা করা যায় না, কারণ বিগত উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনে কিভাবে প্রকাশ্য কারচুপি, জালিয়াতি ও ভোট ডাকাতি হয়েছে তা আপনারা নিশ্চয়ই প্রত্যক্ষভাবে দেখেছেন।

তিনি বলেন, আমাদেরকে সভা-সমাবেশ করতে পুলিশের পারমিশন নিতে হয়, নিজ ঘরেও কাউকে কাউকে বৈঠক করতে দেয়া হচ্ছে না, এ যেন ঠিক একদলীয় বাকশালেরই প্রতিচ্ছবি। আওয়ামী লীগের নিদারুণ যন্ত্রণা, পাশবিক অত্যাচার ও হামলা-মামলায় বিপর্যস্ত বিএনপির হাজার হাজার নেতাকর্মি। এমনি অবস্থায় আমরা কোর্টের বারান্দায় দৌড়াব আর আপনারা এককভাবে খালি মাঠে নির্বাচন করে গোল দিবেন- তা হবে না।

বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের হাতে এখন সরকারি কর্মকর্তারাও নিরাপদে নেই। নেতাদের কথামতো না চললে কিংবা কথা না শুনলে এখন ইউএনওকে পর্যন্ত জেলে পুরে দেয়া হয়। যার বড় প্রমাণ বরিশালের ইউএনও গাজী তারিক সালমান। এ সরকারের লক্ষ্যই হচ্ছে একদলীয় শাসন ব্যবস্থার মাধ্যমে বাকশালের পানে ফিরে যাওয়া।

মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল, আমরা বহুদলীয় গণতন্ত্রের কথা বলি, আর আওয়ামী লীগের গণতন্ত্র হচ্ছে একদলীয় গণতন্ত্র, অর্থাৎ তাদের গণতন্ত্রে নিজেদের রাজনীতিটাই চলবে, অন্য কারোটা চলবে না। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, বিএনপি একটি প্রবাহমান নদী, এ নদীর স্রোত বাধা দিয়ে আটকে রাখা যাবে না। কয়েক কোটি সদস্য সংগ্রহের মাধ্যমে শক্তি সঞ্চয় করে বিএনপি আবার রাজপথের আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখবে।

সমাবেশে বক্তব্য রাখেন বিএনপির কেšদ্রীয় ভাইস চেয়ারম্যান বেগম সেলিমা রহমান,সাংগঠনিক সম্পাদক (বরিশাল বিভাগ) অ্যাডভোকেট বিলকিস জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, প্রশিক্ষণ সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, কেন্দ্রীয় কমিটির সদস্য জেবা আহমেদ খান, বরিশাল দক্ষিণ জেলা শাখা সভাপতি এবায়েদুল হক চান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম শাহীন,সাবেক সংসদ সদস্য মেজবাহ উদ্দিন ফরহাদ ও আবুল হোসেন খান, কেন্দ্রীয় নেতা হায়দার আলী খান লেলিন, কাজী রওনকুল ইসলাম দিপু, মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জিয়া উদ্দিন সিকদার, সহ-সাধারণ সম্পাদক আনোয়ারুল হক তারিন, মহানগর শ্রমিক দলের সাধারণ সম্পাদক বশির আহমেদ, মহিলা দলের সভাপতি শামীমা আকবর, যুবদল নেতা কামরুল হাসান রতন, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাহবুবুর রহমান পিন্টু, বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি রেজা শরীফ।

অনুষ্ঠান পরিচালনা করেন জেলা ছাত্রদলের আহবায়ক ও মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুন এবং মহানগর ছাত্রদলের আহবায়ক ও স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক খন্দকার আবুল হাসান লিমন। বিকেলে একই স্থানে বরিশাল উত্তর জেলা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাতিত্ব করেন উত্তর জেলা বিএনপির সভাপতি মেজবাহ উদ্দিন ফরহাদ। অনুষ্ঠান পরিচালনা করেন উত্তর জেলা বিএনপির সাধারণ সম্পাদক আকন কুদ্দুসুর রহমান।

বিএনপিমহাসচিব হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এটাই প্রথম বরিশাল সফর। যে কারণে এই সফরকে বরিশাল বিএনপির নেতাকর্মিরা ছিলেন প্রাণ-চাঞ্চল্যমুখর এবং দারুণভাবে উচ্ছ্বসিত। টানা বৃষ্টি উপেক্ষা করে কাকডাকা ভোরেই শত শত নেতাকর্মি মিছিল সহকারে লঞ্চঘাটে গিয়ে তাদের প্রিয় মহাসচিবকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করে বরণ করে নেন। পরে বরিশাল নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে খন্ড খন্ড মিছিল সহকারে শত শত নেতাকর্মি সমাবেশ স্থলে যোগ দেন।

সবমিলিয়ে মঙ্গলবারের পুরো বরিশাল নগরী ছিল বর্ষণমুখর আর বিএনপিময়।
সমাবেশে বরিশালের স্থানীয় প্রায় প্রত্যেক নেতাই তাদের বক্তব্যে- বরিশাল জেলা ও মহানগর বিএনপির প্রত্যেক অঙ্গ ও সহযোগী সংগঠনের দীর্ঘদিনের মেয়াদোত্তীর্ণ কমিটির বিপরীতে পূর্ণাঙ্গ নতুন কমিটি দেয়ার জন্য দলীয় মহাসচিবের কাছে দাবি জানান।

বুধবার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বরিশাল দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত সদস্য সংগ্রহ অভিযানে প্রধান অতিথির বক্তব্য রাখবেন।