Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

 Khaleda-Zia-should-not-support-Jamaat
খােলা বাজার২৪।। মঙ্গলবার, ২৫ জুলাই, ২০১৭।। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার তদন্তে দুর্নীতির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন অনুসন্ধানকারী কর্মকর্তা নূর আহমেদ।

সোমবার ঢাকার বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে জেরার সময় এ তথ্য জানান তিনি।

এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার প্রথম অনুসন্ধানকারী কর্মকর্তা নূর আহমেদকে জেরা করছেন খালেদা জিয়ার আইনজীবীরা।

আদালত সূত্রে জানা গেছে, অনুসন্ধানকারী কর্মকর্তা তার অনুসন্ধান প্রতিবেদনে উল্লেখ করেছেন খালেদা জিয়ার বিরুদ্ধে অনুসন্ধানে দুর্নীতির কোনো তথ্য পাওয়া যায়নি।

খালেদা জিয়ার আইনজীবীরা জানান, প্রথম অনুসন্ধানকারী কর্মকর্তার প্রতিবেদন আদালতে উপস্থাপন করা হয়েছে। এদিকে সোমবার নূর আহমেদকে জেরা অসমাপ্ত অবস্থায় ২৭ জুলাই পরবর্তী জেরার দিন ধার্য করা হয়েছে।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন প্রবীন আইনজীবী খন্দকার মাহবুব হোসেন, আবদুর রেজাক খান, আমিনুল হক, এজে মোহাম্মদ আলী, জয়নুল আবেদীন, মাহবুবউদ্দিন খোকন, সানাউল্লাহ মিয়া, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ।