Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

160944shi_kalerkantho_picখােলা বাজার২৪।। বুধবার, ২৬ জুলাই, ২০১৭: গলে শুরু হয়েছে শ্রীলঙ্কা বনাম ভারতের মধ্যকার প্রথম টেস্ট ম্যাচ। টসে জিতে ব্যাটিংয়ে নামার পর ওপেনার শিখর ধাওয়াকে দেখে মনেই হচ্ছিল না যে এটা একটি টেস্ট ম্যচ। ১৬৮ বলে ১৯০ রান করে যখন তিনি প্যাভিলিয়নে ফিরছিলেন তখন দলের রান ২৮০। ১০ রানের জন্য ডাবল সেঞ্চুরির আক্ষেপটা থেকেই গেল তার। তবে দুর্বল শ্রীলঙ্কাকে যেন মাটির সঙ্গে মিশিয়ে  দিলেন তিনি!

তবে ম্যাচের শুরুটা অন্যকিছুর ইঙ্গিত দিয়েছিল। ভারতের দলীয় ২৭ রানে ওপেনিং জুটি ভাঙেন নুয়ান প্রদীপ। তার বলে ১২ রান করে উইকেটকিপার ডিকাভেলার গ্লাভসে ক্যাচ দিয়ে ফিরে যান নিয়মিত ওপেনার লোকেশ রাহুলের জায়গায় স্থান পাওয়া অভিনব মুকুন্দ। এরপর চেতেশ্বর পূজারার সঙ্গে দুর্দান্ত এক জুটি গড়ে লঙ্কানদের আনন্দ বিষাদে পরিণত করেন শিখর ধাওয়ান। দ্বিতীয় উইকেটে ২৫৩ রানের জুটি গড়েন দুজন।

দীর্ঘদেহী শিখর ধাওয়ান একা হাতে লঙ্কান বোলারদের শাসন করছিলেন। ১৯০ রানের ইনিংসে হাঁকিয়েছেন ৩১টি বাউন্ডারি! কোনো ছক্কার মার নেই। শেষ পর্যন্ত নুয়ন প্রদীপ তাকে অ্যাঞ্জেলো ম্যাথুজের ক্যাচে পরিণত করেন। লঙ্কান শিবিরে তৃতীয়বারের মত উৎসবের উপলক্ষ আনেন এই নুয়ান প্রদীপই। ভয়ঙ্করতম ব্যাটসম্যান ভারত অধিনায়ক বিরাট কোহলিকে ৩ রানেই ফেরত পাঠান তিনি। এই রিপোর্ট লেখা পর্যন্ত ভারতের রান ৩ উইকেটে ২৯৮। ৮৫ রানে অপরাজিত পূজারার সঙ্গে জুটি বেঁধেছেন আজিঙ্কা রাহানে (৩)।