Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

160844shabnoorখােলা বাজার২৪।। বুধবার, ২৬ জুলাই, ২০১৭: রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল সোমবার (২৪ জুলাই) ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫’ প্রদান অনুষ্ঠানে হাজির হয়েছিলেন শাবনূর। তবে দুর্ভাগ্যবশত তাকে অনুষ্ঠানস্থলে প্রবেশ করতে দেয়া হয়নি।

কারণ শাবনূর সময়মতো অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। জানা গেছে, শাবনূর প্রধানমন্ত্রী প্রবেশের পরে আসেন। তাই নিয়ম অনুযায়ী তাকে প্রবেশ করতে দেননি নিরাপত্তারক্ষীরা। শাবনূর অবশ্য এ ব্যাপারে মন খারাপ করেননি। বরং নিজের ভুলটাকেই স্বীকার করেছেন।

তবে এ ঘটনার জন্য পূর্ব অভ্যাসকে দুষছেন দুই নির্মাতা। এদের মধ্যে রয়েছেন গুণী নির্মাতা মনতাজুর রহমান আকবর। তিনি সোশ্যাল মিডিয়া ফেসবুকে লিখেছেন, ‘শুটিং এ লেট করে আসতেন কেউ কিছু বলতো না, এটা তো মাননীয় প্রধানমন্ত্রীর প্রোগ্রাম। এখানেও শুটিং মনে করেছিল এই জন্য সিকিউরিটি ফেরত দিয়েছে। ‘

আরেক পরিচালক শামীমুল হক শামীম তিনিও শাবনূরকে পূর্ব অভিজ্ঞতার ফলের জন্যই দায়ী করেছেন। তিনি লিখেছেন, ‘অনেকদিনের অভ্যাসতো, ভুলেই গিয়েছিলেন, এটা একটা অসহায় ডিরেক্টরের সেট না… এদের কারণেই ইন্ডাস্ট্রির আজকের এই দূরবস্থা।   এবার দিন বদলের সময় এসেছে। আমরা আর অসহায় না। জায়গায় দাঁড়িয়ে হিসেব দিতে হবে। ‘

তবে ওইদিন শুধু শাবনূর নন, আরও কয়েকজন শিল্পী-কলাকুশলী দেরি করে আসায় অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। তাদের দেরি হওয়ার কারণ ছিল যানজট। পরে তারা সবাই দ্রুত অনুষ্ঠানস্থল ত্যাগ করেন। শাবনূরের কাছে নিরাপত্তারক্ষীরা দুঃখ প্রকাশ করলে জবাবে শাবনূর বলেন, ‘আসলে প্রধানমন্ত্রীর নিরাপত্তাই সবার আগে। এটাই হওয়া উচিত। রাস্তায় যানজট থাকায় দেরি হয়ে গেছে। বিষয়টি নিয়ে আমিও বিব্রত। কারণ, প্রধানমন্ত্রীর আগেই আমাদের পৌঁছানো উচিত ছিল। আমরা তো উনার চেয়ে বেশি গুরুত্মপূর্ণ কিংবা ব্যস্ত নই। ’