Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

031509kalerkanrtho_picখােলা বাজার২৪।। বুধবার, ২৬ জুলাই, ২০১৭: এই বছরের শুরুতে ৩৩১০ বাজারে আসার পর থেকে আরও বেশ কয়েকটি ফোন বাজারে আসার কথা জানিয়েছে নোকিয়া। এবার একটি শক্তিশালী ব্যাটারি ফোন আনতে কাজ করছে নোকিয়ার মালিকানাধীন সংস্থা এইচএমডি গ্লোবাল।

ফোনটির মডেল নোকিয়া ফনিক্স। এই ফোনটিতে ৮০০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের ব্যাটারি থাকছে। সম্প্রতি নোকিয়ার নতুন এই ফোনটির তথ্য অনলাইনে ফাঁস হয়েছে। ফাঁস হওয়া তথ্য মতে ফোনটিতে ৫.৫ ইঞ্চির সুপার এলসিডি ডিসপ্লে থাকছে। ডিসপ্লের রেজুলেশন ১৪৪০×১৯২০ পিক্সেল।

ফোনটিতে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮৪৫ চিপসেট ব্যবহার করা হবে। ফোনটিতে ১২ জিবি র‌্যাম ব্যবহার করা হবে। এতে ১২ জিবি র‌্যাম ব্যবহার করা হবে। রম থাকছে ১২৮ জিবি রম। ৫১২ জিবি রম ভার্সনেও ফোনটি পাওয়া যাবে। ছবির জন্য ফোনটিতে থাকছে ৩৮ মেগাপিক্সেলের পিওরভিউ লেন্স।

এতে ডুয়েল এলইডি ফ্লাশ ব্যবহার করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরায় থাকছে ২১ মেগাপিক্সেল এবং ১২ মেগাপিক্সেলের ক্যামেরা। সব মিলিয়ে সেলফি ক্যামেরায় ৩৩ মেগাপিক্সেলের ছবি পাওয়া যাবে। ফোনটি অ্যানড্রয়েড ৮.০ অপারেটিং সিস্টেমে চলবে। ফোনটির দাম হতে পারে হয়েছে ১০১০ ডলার