খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭: ঢাকা: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের মানুষ এ সরকারকে আর দেখতে চায় না। তারা পরিবর্তন চায়। আমরাও গণতান্ত্রিক পদ্ধতিতে সরকারের পরিবর্তন চাই। তিনি বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের স্বার্থে সহায়ক সরকারের রূপরেখা দিতে চাই। সেটা সকলের মতামতের ভিত্তিতেই হবে। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তেব্যে তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্ঠা অধ্যাপক এম এ মাজেদ এর স্মরণে নাগরিক স্মরণ সভায় আয়োজন করে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। পেশাজীবীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘সকলের মতামতের ভিত্তিতেই আমরা সহায়ক সরকারের রূপরেখা দিতে চাই। আশা করি এতে আপনারা সবাই যুক্ত থাকবেন। কারণ দেশের বর্তমান পরিস্থিতিতে শুধু বিএনপিই আক্রান্ত নয়, সারাদেশ আজ আক্রান্ত। আসছে লড়াইয়ে সকল শ্রেণিপেশার মানুষকে একযোগে যুক্ত হতে হবে।’ তিনি আরো বলেন, বর্তমান সরকার ভালো করেই জানে তারা মানুষের ওপর যে অন্যায় অত্যাচার ও নির্যাতন করেছে, তাতে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে তারা কখনোই ক্ষমতায় আসতে পারবে না। আর এজন্যই সরকার সুষ্ঠু নিবার্চন দিতে চায় না। ভয় পায়।’