খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২০ জুলাই ২০১৭: সিরিজ অনুষ্ঠিত হওয়া নিয়ে যথেস্ট পরিমাণ শঙ্কা থাকলেও রুটিন ওয়ার্ক চালিয়ে যাচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই রুটিন ওয়ার্কের অংশ হিসেবে ৩ দিনের সফরে বাংলাদেশে এসেছে ৫ সদস্যের প্রতিনিধি দল। সফরের শেষ দিন আজ বৃহস্পতিবার সাংবাদিকদের কাছে বাংলাদেশের নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয়ে নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছে তারা। এছাড়া বাংলাদেশের ক্রিকেটের উন্নতির প্রশংসাও শোনা গেছে প্রতিনিধিদের মুখ থেকে।
আজ ২৭ জুলাই সকাল ৯টার দিকে দ্বিতীয় টেস্টের ভেন্যু চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়াম পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা। পরিদর্শন শেষে গণমাধ্যমের কাছে অস্ট্রেলিয়া দলের টিম ম্যানেজার গেভিন ডবেই বলেন, ‘আমরা এই সফরে সবকিছু সরেজমিনে পর্যবেক্ষণ করেছি। এখানকার নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক বিষয় আমাদের কাছে সন্তোষজনক মনে হয়েছে। দেশে ফিরে আমরা প্রতিবেদন বোর্ডের কাছে জমা দেব। ‘
এর আগে সোমবার রাতে ঢাকায় আসে অস্ট্রেলিয়া প্রতিনিধি দল। ঢাকায় পর্যবেক্ষণ শেষে গতকাল বুধবার চট্টগ্রামে যান তারা। সেখানে শুরুতেই নগর পুলিশ কমিশনার ইকবাল বাহারের সঙ্গে একান্তে বৈঠক করেন। পাঁচ সদস্যের এই প্রতিনিধি দলে আছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার জ্যেষ্ঠ ব্যবস্থাপক অ্যাডাম ফ্রেশার, ক্রিকেট অস্ট্রেলিয়ার সচিব ও দুর্নীতি বিরোধী ব্যবস্থাপক সেন ক্যাররল, নিরাপত্তা ব্যবস্থাপক ফ্রাঙ্ক দিমাশি ও অস্ট্রেলিয়ান ক্রিকেটারস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা নিকোলাস চার্লস পাল্লিসার কার্টনি।
এদিকে বেতন-ভাতা নিয়ে অজি বোর্ডের সঙ্গে ক্রিকেটারদের বিবাদ এখনো মেটেনি। ক্রিকেটাররা বাংলাদেশ ও ভারত সফর, এমনকী অ্যাশেজ সিরিজ বর্জনের হুমকি দিয়ে রেখেছে। এই দ্বন্দ্বের মীমাংসার জন্য এখন আদালতে যাওয়ার কথা ভাবছে ক্রিকেট অস্ট্রেলিয়া।