খােলা বাজার২৪।। বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০১৭: গত ২৯ জানুয়ারী থেকে ৪ঠা ফ্রেবরুয়ারী পর্যন্ত জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ ২০১৭ কার্যক্রম দেশ ব্যাপী শুরু হয়।
তারই ধারবাহিকতায় নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায় গত ১৭ই জুলাই উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান, শিক্ষা অফিসার, শিক্ষক/শিক্ষিকা, সভাপতি, কর্মচারীদের অংশগ্রহনে বিভিন্ন প্রতিযোগীতার মাধ্যমে এই কার্যক্রম সম্পন্ন হয়।।
পাঁচ সদস্য বিশিষ্ট গঠিত কমিটি দারা অংশগ্রহনকারীদের শ্রেষ্ঠত্ব নির্বাচিত করা হয়।
নির্বাচিত ব্যক্তি ও প্রতিষ্ঠানের নাম ২৬/০৭/১৭ইং তারিখে প্রকাশিত তালিকা অনুযায়ী নিম্নে প্রকাশ করা হলোঃ
*শ্রেষ্ঠ সহকারী উপজেলা শিক্ষা অফিসার-আবু জাহের মোঃসাইফুর রহমান, কিশোরগঞ্জ উপজেলা।
*শেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান-সিংগের গাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
*শ্রেষ্ঠ শিক্ষক-আতিকুর রব্বানী(প্রধান শিক্ষক সিংগের গাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়)।
*শ্রেষ্ঠ শিক্ষিকা-মোছাঃ মাহফুজা আক্তার বানু-মুক্তি (প্রধান শিক্ষিকা) নিতাইর হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়।
*শ্রেষ্ঠ smc সভাপতি-শাহ্ মোঃ গোলাম মোস্তফা,সভাপতি সিংগের গাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
*শ্রেষ্ঠ বিদ্যোৎশাহী সমাজকর্মী-রেজাউল আলম স্বপন,সভাপতি উত্তর দুরাকুটি ১নং সরকারি প্রাথমিক বিদ্যালয়।
*শ্রেষ্ঠ কাব শিক্ষক-মোঃ আব্দুল হালিম(সহঃ শিক্ষক)কিসমত রনচন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়।
*শ্রেষ্ঠ কর্মচারী-নিরঞ্জন বর্মন (কাম কম্পিউটার অপারেটর)প্রাথমিক শিক্ষা প্রশাসন, কিশোরগঞ্জ উপজেলা।
উক্ত কর্মসূচীর নির্বাচিত সভায় সভাপতিত্ব করেন এস,এম মেহেদী হাসান উপজেলা নির্বাহী অফিসার।
সদস্য সচিব-মোঃ মাসুদুল হাসান,উপজেলা শিক্ষা অফিসার।
সদস্য মোঃআফজাল হোসেন, ইনস্পেক্টর উপজেলা রিসোর্স সেন্টার কিশোরগঞ্জ নীরফামারী।
মোঃ শরীফ আহম্মদ উপজেলা সহঃ শিক্ষা অফিসার কিশোরগঞ্জ।
মোঃ গোলাম আজম, প্রধান শিক্ষক কিশোরগঞ্জ মডেল উচ্চ বিদ্যালয়।
উক্ত নির্বাচিত অনুষ্ঠানে ফলাফল প্রকাশের সময় উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা ও সাংবাদিক মন্ডলীগণও উপস্থিত ছিলেন।।