Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

141017Quatarখােলা বাজার২৪।। শনিবার, ২৯ জুলাই, ২০১৭: মিসরে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) রপ্তানির চুক্তি বাতিল করেছে কাতার। বিশ্বের শীর্ষ এলএনজি উৎপাদনকারী দেশ কাতার। মিসরের ৬০ শতাংশ এলএনজি তারাই সরবরাহ করে। কিন্তু সম্প্রতি বেশ কয়েকটি দেশের আপত্তির ভিত্তিতে কাতার চুক্তিটি বাতিল করেছে বলে জানায় ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

গত জুন মাসে সন্ত্রাসবাদে সহযোগিতার অভিযোগে কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন ও মিসর। এর ফলে মিসরে এলএনজি’র সংকটে পড়ে। মূলত কাতারের বিরুদ্ধে দেশগুলোর অবস্থানের প্রেক্ষিতে চুক্তি বাতিল দেশটির পাল্টা পদক্ষেপ হতে পারে। তা ছাড়া কাতার মিসরের চেয়ে ইউরোপের দেশগুলোতে এলএনজি রপ্তানিতে আগ্রহী হয়ে উঠেছে।

এদিকে, কাতার পেট্রোলিয়ামের মুখপাত্র চুক্তি বাতিলের বিষয়টি প্রত্যাখ্যান করেছেন। কাতারের এলএনজি বাণিজ্য আগের মতোই স্বাভাবিক রয়েছে বলে জানান তিনি। পাশাপাশি রয়টার্সের পক্ষ থেকে মিসরের রাষ্ট্রীয় কম্পানি ইজিপশিয়ান ন্যাচারাল গ্যাস হোল্ডিংয়ের কাছে এ বিষয়ে জানতে চাইলে কোনো জবাব দেয়নি প্রতিষ্ঠানটি।

রয়টার্সের প্রতিবেদনে আরো বলা হয়, মিসরের সঙ্গে কাতারের এলএনজি চুক্তি বাতিলের ফলে উপসাগরীয় অঞ্চলে জ্বালানি বাণিজ্য কমে যেতে পারে। জুন মাস থেকে কাতার থেকে মিসরগামী অন্তত দুটি কম্পানির এলএনজির চালান কোনো কারণ দর্শানো ছাড়াই বাতিল করা হয়েছে।