খােলা বাজার২৪।। রবিবার, ৩০ জুলাই, ২০১৭, দোকানে বার বার চুরি হওয়ার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে দোকান পাট বন্ধ রেখে ধর্মঘট এবং বিক্ষোভ কর্মসূচী পালন করেছে কালুপীর বাজারের দোকানদাররা। সকাল থেকে দোকান বন্ধ রেখে আজ রবিবার বিকালে পীরগঞ্জ-বীরগঞ্জ সড়কের কালুপীর বাজার এলাকায় বিক্ষোভ করেন তারা।
দোকানদারদের অভিযোগ, কালুপীর বাজারের রাতের বেলায় গত ১৬ জুলাই জনি স্টুডিও এবং গত শুক্রবার বিসমিল্লাহ গার্মেন্স এন্ড ক্লথ স্টোরে দুধর্ষ চুরির ঘটনা ঘটে। চোরেরা দোকানের প্রায় ৬ লাখ টাকার মালামাল নিয়ে যায়। এ বিষয়ে থানা পুলিশকে জানানো হলেও কোন ব্যবস্থা না নেওয়া হচ্ছে না বলে অভিযোগ ব্যবসায়ীদের।
দোকানে চুরির প্রতিবাদে রোববার সকাল থেকে বাজারের ৩ শাতাধিক দোকান বন্ধ রেখে ধর্মঘট পালন করে ব্যবসায়ীরা। বিকালে বিক্ষোভ করেন তারা। বিসমিল্লাহ গার্মেন্স এন্ড ক্লথ স্টোর মলিক সাইফুল ইসলাম জানান, চুরির ঘটনায় থানায় অভিযোগ দেওয়া হলেও রহস্যজনক ভাবে প্রশাসন চুপ রয়েছে।
এভাবে চলতে থাকলে আমাদের ব্যবসায়ীদের পথে বসতে হবে। পীরগঞ্জ থানার ওসি আমিরুজ্জামান বলেন, আমি ছুটিতে ছিলাম। ঠিক জানি না, দেখছি।