Tue. Apr 22nd, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

খােলা বাজার২৪।। সোমবার, ৩১ জুলাই, ২০১৭:  হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক ও জাতীয় ক্রিকেট দলের ম্যানেজার খালেদ মাহমুদ সুজন। এই মুহূর্তে রাজধানীর ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় আছেন তিনি।

বিসিবির মিডিয়া কমিটির পরিচালক জালাল ইউনুস জানিয়েছেন, আইসিইউতে থাকলেও মাহমুদের লাইফ সাপোর্ট আপাতত সরিয়ে নেওয়া হয়েছে। তার শরীর সাড়া দিচ্ছে। একটা এমআরআই করে তার আসল অবস্থাটা বোঝা যাবে। তবে রাতের তুলনায় তার অবস্থার কিছুটা উন্নতি তো হয়েছেই।

এর আগে গতকাল রোববার সকালে চিকিৎসকের কাছে যান সুজন। চেকআপের পর তাৎক্ষণিকভাবে তাকে ভর্তি করেন দায়িত্বরত চিকিৎসকরা। পরে জানা যায় ব্রেইন স্ট্রোক করেছেন তিনি। শুরুতে অবস্থা খুব বেশি গুরুতর হওয়ায় কোমায় চলে গিয়েছিলেন। এ সময় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়। অবস্থা খানিকটা উন্নতি হওয়ায় লাইফ সাপোর্ট খুলে এখন তাকে আইসিইউতে রাখা হয়েছে।

এদিকে খবর পেয়ে বোর্ড সভা শেষে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ বোর্ডের অন্যান্য পরিচালকরা তাকে দেখতে ছুটে যান ইউনাইটেড হাসপাতালে। আজ সোমবার সর্বশেষ অবস্থা পর্যবেক্ষণ করে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুর পাঠানো হবে।

জাতীয় দলে খেলার সময় সতীর্থদের কাছে খুব জনপ্রিয় ছিলেন ‘চাচা’ খ্যাত খালেদ মাহমুদ সুজন। বর্তমানে তিনি জাতীয় দলের ম্যানেজারের পাশাপাশি বিসিবি পরিচালক, গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান এবং একই সঙ্গে ঢাকা আবাহনীর কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন। এছাড়া বিপিএলে ঢাকা ডাইনামাইটসেরও কোচের দায়িত্ব পালন করছেন তিনি।