খােলা বাজার২৪।। মঙ্গলবার, ০১ আগস্ট, ২০১৭: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরে অবস্থিত নাসির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও কলেজের নির্মানাধীন ৪-তলা ভবনের উপরের ছাদ ধসে পড়ায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ বিষয়ে সংবাদপত্রে প্রকাশিত খবর পাঠের পর শিক্ষামন্ত্রী তাৎক্ষনিকভাবে এ বিষয়ে তদন্ত ও ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দিয়েছেন। আজ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলীকে দ্রুত তদন্ত করে ব্যবস্থা নিতে লিখিত নির্দেশ দেন শিক্ষামন্ত্রী।