খােলা বাজার২৪।। মঙ্গলবার, ০১ আগস্ট, ২০১৭: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে শোকাবহ আগস্ট উপলক্ষে কালো ব্যাজ ধারন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
(০১ আগস্ট) মঙ্গলবার সকালে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে স্থানীয় দলীয় কার্যালয়ে কালো ব্যাজ ধারন উদ্বোধন করেন জেলা আ’লীগের সিনিয়র সহ সভাপতি ও সাবেক এমপি ইমদাদুল হক।
পরে উপজেলা আ’লীগের সহ সভাপতি বসির উদ্দীন চৌধুরী বিষু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন সাবেক এমপি ও মুক্তিযোদ্ধা ইমদাদুল হক, পৌর মেয়র কশিরুল আলম, আ’লীগ সহ-সভাপতি শামিমুজ্জামান জুয়েল, উপজেলা ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, সাংগঠনিক সম্পাদক মোজাহারুল ইসলাম, রেজওয়ানুল হক বিপ্লব,ও শাহ্ আলম, অধ্যাপক বিভুতী ভুষন রায়, আ’লীগনেতা শাহাজান আলী, উপজেলা যুবলীগ সভাপতি খোরসেদ আলী মোল্লা, যুবলীগ সাধারণ সম্পাদক নুরে আলম সিদ্দিক দুলাল, উপজেলা ছাত্র লীগ সভাপতি আল কিবরিয়া ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
এসময় উপজেলা আওয়ামী লীগ পরিবারের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মী উপস্থিত ছিলেন।