খােলা বাজার২৪।। বুধবার, ০২ আগস্ট, ২০১৭: ই-ভিসা জটিলতাসহ যাত্রী সংকটের কারণে পবিত্র হজ গমনেচ্ছু যাত্রীদের বুধবার সকালের ফ্লাইটটি বাতিল করেছে বাংলাদেশ বিমান। এ নিয়ে চলতি মৌসুমে বিমানের ১২টি এবং সৌদি বিমানের তিনটি হজ ফ্লাইট বাতিল হলো।
বিমানের জনসংযোগ ম্যানেজার শাকিল মেরাজ বিষয়টি নিশ্চিত করে জানান, একই কারণে মঙ্গলবারও চারটি ফ্লাইট বাতিল করা হয়। মঙ্গলবার ভোর ৪টা ৫৫, সকাল ৮টা ৫৫, বিকেলের ফ্লাইট ও রাত ১১টা ৪৫ মিনিটের ফ্লাইট বাতিল হয়।