Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

1137449_kalerkantho_picখােলা বাজার২৪।। বুধবার, ০২ আগস্ট, ২০১৭: একই জিনিস তৈরি হচ্ছে বিভিন্ন দেশে। অথচ, চীন থেকে আসা সেই একই জিনিসের দাম আরও সস্তা। কেন? সম্প্রতি জানা গেছে, চীন সরকার তাদের উৎপাদন খাতে বিপুল পরিমাণে ভর্তুকি দেয়। পাশাপাশি, চীনে ছোট ছোট কারখানায় প্রচুর পরিমাণে উৎপাদন হওয়ার জন্য তারা জিনিসের দাম কমিয়ে বাজারে ছাড়তে পারে। এ কারণেই চীনের পণ্য এত সস্তায় বাজারে পাওয়া যায়।

চীনে অধিকাংশই ছোট কারখানা। ভর্তুকির পাশাপাশি তাদের করের পরিমাণও কম। সে জন্য ওই সব কারখানায় উৎপাদিত জিনিসের দামও অপেক্ষকৃত কম। পাশাপাশি, চীন সরকারের ভর্তুকির বিষয়টি অস্বচ্ছ। সরকার কী হিসাবে কোনো দ্রব্যের ওপর ভর্তুকি দেয়, সে বিষয়ে কোনো স্পষ্ট ধারণা পাওয়া সম্ভব নয়। বহুজাতিক সংস্থাগুলির সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে এটা চিন সরকারের কৌশল বলেও মনে করা হয়।