খােলা বাজার২৪।। বুধবার, ০২ আগস্ট, ২০১৭: ঠাকুরগাঁওয়ে নানা আয়োজনের মধ্যে দিয়ে অন্যতম জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল বিবার্তা২৪.কম এর ৬ষ্ঠ বর্ষ পর্দপণ উপলক্ষে প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
দিবসটি উপলক্ষে (০২ আগস্ট) বুধবার সকাল ১১টায় ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমির হলরুমে কেক কাটা হয়। পরে সেখান থেকে একটি বর্নাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় জেলা শিল্পকলা একাডেমি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক পার্থ সারথী দাস, ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লুৎফর ররহমান মিঠু, জেলা কালচারাল অফিসার সৈয়দ জাকির হোসেন, স্থানীয় ‘বাংলার আলো’ পত্রিকার নির্বাহী সম্পাদক প্রশান্ত কুমার দাশ, বাংলাদেশ অনলাইন জার্নালিস্ট ফোরামের ঠাকুরগাঁও শাখার সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম রঞ্জু, শিল্পকলা একাডেমির সদস্য মুসা রাখাল প্রমুখ উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বিবার্তা’র সাহসী ও তথ্য সম্বলিত সংবাদের ভূয়সী প্রশংসা করেন এবং পত্রিকাটির সাফল্য কামনা করেন।