Mon. Apr 21st, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

16533376966_Borshaখােলা বাজার২৪।।  বৃহস্পতিবার, ০৩ আগস্ট, ২০১৭:  ফের বাবা-মা হতে যাচ্ছেন অনন্ত জলিল ও বর্ষা। চিত্রনায়িকা বর্ষা নিজেই সোশ্যাল মিডিয়ায় এ তথ্য জানিয়েছেন।   বর্ষা ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ আই ডিড ইট অ্যাগেইন। অনেক গর্বিত মনে হচ্ছে, আমি আবার মা হতে চলেছি। আল্লাহর দোয়ায় আর আপনাদের ভালোবাসায় সব ঠিক থাকলে আসছে নভেম্বরে আমাদের দ্বিতীয় সন্তানের মুখ দেখব। সবাই আমার জন্য দোয়া করবেন।

ফলে অনন্ত-বর্ষা অভিনীত ছবির শুটিং পিছিয়ে গেল। এমনতা জানালেন বর্ষা নিজেই। ফেসবুকে বর্ষা লিখেছেন,  এই সন্তানের জন্য আবারো পিছিয়ে গেছে ‘দ্য স্পাই’ ছবির শুটিং। ইনশাআল্লাহ আগামীতে আবার শুরু করব। ‘

অনন্ত গণমাধ্যমকে জানিয়েছিলেন, এ বছর তার নতুন ছবি ‘দ্য স্পাই’র কাজ শুরু করবেন।

কিন্তু সেটা আর হচ্ছে না এই খবর অনুযায়ী।   অনন্ত অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলো হলো-‘খোঁজ দ্য সার্চ’, ‘হৃদয় ভাঙা ঢেউ’, ‘দ্য স্পিড’, ‘মোস্ট ওয়েলকাম’, ‘মোস্ট ওয়েলকাম টু’ ও ‘নিঃস্বার্থ ভালোবাসা’।

এদিকে অনন্ত জলিল সম্প্রতি তিনি তাবলিগ জামাতের সঙ্গে যুক্ত হয়েছেন। কিছুদিন আগে রাজধানীর ধানমণ্ডির তাকওয়া মসজিদে তিনদিন অবস্থান করেন।