Thu. Jul 17th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

3erftgyখােলা বাজার২৪।। শনিবার ,০৫ আগস্ট, ২০১৭: ম্যাক্সিম সাময়িকীর কাভারে নগ্ন এক কৃষ্ণাঙ্গ পুরুষ মডেলের জড়িয়ে থাকতে দেখা গেছে বলিউডের প্রধানসারির তারকা দীপিকা পাড়ুকোনকে। এসময় তার শরীরে কোনো পোশাকই ছিল না। ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম এ খবর প্রথম প্রকাশ করে। তবে এবার জানা গেছে, ছবিটি দীপিকার নয়। সেখানে দীপিকার মুখ লাগানো হয়েছে।

নগ্ন ছবি জুড়ে দিয়ে সাময়িকীতে দীপিকাকে ‘সুপারওম্যান’ বলে আখ্যা দেয়া হয়। পুরুষশাসিত ইন্ডাস্ট্রিতে দীপিকা যেভাবে জায়গা করে নিয়েছেন সেটারও প্রশংসা করা হয়। কয়েকদিন আগে দীপিকা আলাদাভাবে ওই সাময়িকীর মডেল হয়েছিলেন। সেটি নিয়েও সমালোচনা হয়েছিল।

এবারও সাময়িকীটিতে তাকে নগ্নভাবে মডেল হতে দেখায় অনেকেই বিশ্বাস করেছিলেন। কারণ আগে যেভাবে তিনি মডেল হয়েছিলেন সেটাও খুব বেশি শালীন ছিল না বলে অভিযোগ তুলেছিলেন অনেকে। এবারের সাময়িকীতে প্রকাশ হওয়া নগ্ন সেই ছবি স্বাভাবিকভাবেই ভাইরাল হয়ে পড়ে। পরে জানা যায় সেটি আসলে দীপিকারই ছবি নয়। সূত্র : বলিউড লাইফ