Fri. Aug 8th, 2025
Logo Signature
Agrani Bank
Rupali Bank
Advertisements

tanima (1)খােলা বাজার২৪।। শনিবার ,০৫ আগস্ট, ২০১৭: সিরাজগঞ্জের উল্লাপাড়ার মেয়ে তাহসিন কামাল তনিয়া এলএলবিতে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন-এর বাংলাদেশ শাখায় ফাইনাল পরীক্ষায় প্রথম প্রথম স্থান অধিকার করেছে।

বাংলাদেশের ইতিহাসে এটিই প্রথম কৃতিত্ব বলে ইউনিভার্সিটি অব লন্ডন এলসিএলস(এস) বাংলাদেশ শাখার কর্তৃপক্ষ জানিয়েছেন। তার এমন কৃতিত্বের জন্য ইউনিভার্সিটি অব লন্ডন কর্তৃপক্ষের পক্ষে সিমন আসকি শুক্রবার বাংলাদেশে এসে তাহসিন কামাল তনিমাকে তার নিজবাড়ীতে অভিনন্দন জানিয়েছেন।

তাহসিন কামাল তনিমা বিএনপির নির্বাহী কমিটির সদস্য এ্যাডভোকেট সিমকী ইমাম খান এবং পিডাব্লুডি’র অতিরিক্ত প্রধান প্রকৌশলী কালাম পাশার তৃতীয় কন্যা। তাহসিন কামাল তনিমা বার-এট-ল ডিগ্রী অর্জনের জন্য পুনরায় যুক্তরাজ্যে যাবেন বলে জানিয়েছেন।

অন্যরকম